রাজ্যের একাধিক আইপিএস (IPS) পদমর্যাদার আধিকারিকের পদোন্নতির সিদ্ধান্ত রাজ্য সরকারের। মূলত পুলিশ সুপার ও সমান পদমর্যাদার পদ থেকে ডিআইজি (DIG) পদে ও ডিআইজি পদ থেকে আইজি (IG) পদে উন্নতির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মোট ১৫ আইপিএস-এর পদোন্নতির (promotion) সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
রাজ্য সরকারের সিদ্ধান্ত অনুযায়ী পাঁচজন আইপিএস (IPS) অফিসার ডিআইজি স্তরে পদোন্নতি (promotion) পেয়েছেন । এই মর্মে রাজ্য় স্বরাষ্ট্র দফতর বিজ্ঞপ্তি জারি করেছে। সেখানে জানানো হয়েছে, ডেভিড ইভান লেপচা, পঙ্কজকুমার দ্বিবেদী, অভিষেক মোদি, অজিত সিং যাদব এবং গৌরব লাল- এই পাঁচজন আইপিএস অফিসার বর্তমান পদে থেকেই ডিআইজি (DIG) হিসেবে কাজ করবেন।
অন্যদিকে, ২০০৭ ব্যাচের ১০ জন আইপিএস অফিসারকে আইজি (IG) পদে পদোন্নতি দেওয়া হয়েছে। এদের মধ্যে উল্লেখযোগ্য হলেন ওয়াকার রাজা, মিরাজ খালিদ, সুধীরকুমার নীলকান্তম, কঙ্করপ্রসাদ বারুই, শ্যাম সিং প্রমুখ।
–
–
–
–
–
–
–
–





























































































































