দোম্মারাজু গুকেশ কে চেনেন? এপ্রিলে ক্যান্ডিডেটস প্রতিযোগিতা জেতার পর বছরের শেষ দিকে তরুণতম দাবাড়ু হিসাবে বিশ্ব চ্যাম্পিয়নশিপ জিতেছেন। শুধুমাত্র তাই নয়, অর্থের দিক থেকেও বাকিদের পিছনে ফেলেছেন তিনি। শুনলে অবাক হবেন, গুকেশের রোজগার ছাপিয়ে গিয়েছে আমেরিকার প্রেসিডেন্টকেও।
গত বছর গুকেশ ১৩.৬ কোটি টাকা রোজগার করেছেন। বিশ্বসেরা হওয়ার পর তামিলনাড়ু সরকার তাকে পাঁচ কোটি টাকা দিয়ে সংবর্ধিত করেছে। ক্যান্ডিডেটস জেতার পর স্কুল গুকেশকে দিয়েছে একটি বহুমূল্যের গাড়ি।
পরিসংখ্যান বলছে, গত বছর ছ’জন খেলোয়াড় বছরে চার লক্ষ ডলার বা ৩ কোটি ৪৪ লক্ষেরও বেশি টাকা রোজগার করেছেন। গুকেশ সবাইকে পিছনে ফেলে দিয়েছেন।
গত বছর দাবা খেলে রোজগারের নিরিখে ম্যাগনাস কার্লসেন রয়েছেন চতুর্থ স্থানে। বিশ্ব চ্যাম্পিয়নশিপে যিনি রানার্স হয়েছেন সেই ডিং লিরেন আছেন দু’নম্বরে। এর পর রয়েছেন আলিরেজা ফিরুজা। আর গুকেশের ধারে কাছে কেউ নেই।
–
–
–
–
–
–
–