বিনোদন জগতের (Entertainment Industry) তারকাদের মতিগতি বোঝা দায়। কে কখন কার সঙ্গে সম্পর্কে আছেন, আর কোন সম্পর্কে ছেদ পড়ছে তা আগে থেকে অনুমান করার বেশ কঠিন ব্যাপার। দাম্পত্য ভাঙার ট্রেন্ডে ২০২৫ এর নতুন নাম অভিনেতা গোবিন্দা এবং সুনীতা আহুজা (Govinda and Sunita Ahuja)। দম্পতির ছাদ আলাদা হয়েছে আগেই, তাহলে কি বিচ্ছেদের সিলমোহর পড়া সময়ের অপেক্ষা মাত্র? বিটাউনে শুরু হয়েছে ফিসফাস।
১৯৮৭ সালে মাত্র ১৮ বছর বয়সে সুপারস্টার গোবিন্দাকে বিয়ে করেন সুনীতা। সম্পর্কের বয়স যত গড়িয়েছে ততই নানা ধরনের সমস্যার সম্মুখীন হতে হয়েছে তারকা দম্পতিকে। সম্প্রতি সুনিতা আহুজার এক মন্তব্যে সুপারস্টারের সঙ্গে তাঁর দাম্পত্যের সমীকরণ বদলের ইঙ্গিত মিলেছে যা থেকে পর্দার ‘হিরো নাম্বার ওয়ান’কে নিয়ে বলিউড অন্দরে চর্চা শুরু হয়েছে। স্বামীর সঙ্গে থাকেন না বরং সন্তানদের নিয়ে আলাদা থাকেন গোবিন্দা-পত্নী। তাঁর কথায়, প্রতিদিন কাজ সেরে অভিনেতা বন্ধু বান্ধব নিয়ে এতটাই ব্যস্ত থাকেন যে স্ত্রীর সন্তানকে সময় দেওয়ার প্রয়োজনীয়তা অনুভব করেন না। শুধু তাই নয় সুনীতার মন্তব্য, সময়ের সঙ্গে সঙ্গে যেকোনও পুরুষ রং বদলায়। বিয়ের ৩৭ বছর পর তিনি আর তাঁদের দাম্পত্য সুরক্ষিত আছে বলে মনে করেন না। এমনকি গোবিন্দাকে বিশ্বাস করতেও ইচ্ছে করেনা তাঁর। আগে অভিনেতার কাজের ব্যস্ততায় অন্যদিকে তাকানোর সময় ছিল না। কিন্তু এখন তিনি অনেকটাই ফ্রী, তাই পরকীয়ায় জড়িয়ে পড়তে পারেন বলে সন্দেহ করেন সুনীতা। সংবাদমাধ্যমে এই কথা প্রকাশিত হওয়ার পর, সমাজমাধ্যমে গোবিন্দা- সুনীতার বিবাহবিচ্ছেদ নিয়ে বাড়ছে জল্পনা। এখনও পর্যন্ত সুপারস্টার এই নিয়ে কোনও প্রতিক্রিয়া দেন নি।
–
–
–
–
–
–
–
–