সাংসদ তহবিলের টাকায় দিঘার নেয়াকালী সেবা সমিতির পরিকাঠামো উন্নয়ন, ঘুরে দেখলেন কুণাল

0
4

নায়েকালী। একই অঙ্গে কালী ও দুর্গার মিশ্র রূপ। দিঘার কাছে সাগরতটে এই মন্দিরে মাথা ঠেকিয়ে সমুদ্রে যান মৎস্যজীবীরা। রামমোহন রায় রোডের নগেন্দ্র মঠ ও মিশন পূর্ব মুকুন্দপুর নেয়াকালী সেবা সমিতির সঙ্গে মিলে ওই অঞ্চলে সেবামূলক কাজ চালায়। এলাকার পরিকাঠামো উন্নয়নে রাজ্যসভার সাংসদ থাকাকালীন MP ল্যাডের তহবিল থেকে টাকা বরাদ্দ করেন কুণাল ঘোষ (Kunal Ghosh)। শুক্রবার, ওই অঞ্চল ঘুরে দেখেন তৃণমূলের (TMC) রাজ্য সাধারণ সম্পাদক।

দীর্ঘ রোমাঞ্চকর ইতিহাস দিঘার কাছে সাগরতটে নায়েকালী মন্দির। প্রতিমায় কালী ও দুর্গার মিশ্র রূপ। এর সঙ্গে জড়িয়ে আছে লোককথা। এখনও এই মন্দিরে মাথা ঠেকিয়ে সমুদ্রে যান মৎস্যজীবীরা। দিঘার উন্নয়নে মুখ্যমন্ত্রী মেরিন ড্রাইভ করে দেওয়ায় এবং মন্দির পরিকাঠামো উন্নয়নের কাজ শুরু করায় পরিবেশ দেখার মত- মত কুণালের (Kunal Ghosh)। পর্যটন কেন্দ্র হয়ে উঠেছে এলাকা।

এদিন মন্দির ও সংলগ্ন এলাকা ঘুরে দেখন কুণাল। কথা বলে স্থানীয়দের সঙ্গে। এর পর স্যোশাল মিডিয়ায় জানান, “আমাদের রামমোহন রায় রোডের নগেন্দ্র মঠ ও মিশন পূর্ব মেদিনীপুরের দিঘার (Digha) কাছে সাগরতট লাগোয়া পূর্ব মুকুন্দপুর নেয়াকালী সেবা সমিতির সঙ্গে মিলে একাধিক সামাজিক কাজ করছে। পরিকাঠামো উন্নয়নে আমিও এমপি ল্যাড তহবিল থেকে টাকা বরাদ্দ করেছিলাম। ডঃ রবীন্দ্রনাথ করের উদ্যোগে নানা কাজ হচ্ছে, আরও হবে। সামিল এলাকার মানুষ। এতদিন শুনতাম। আজ দেখা হল। পুরনো কাজের কিছু রদবদল, নতুন করে স্কুলের অভিমুখ সাজানো, গ্রন্থাগার চালু, বৃদ্ধাশ্রম সহ একাধিক পরিকল্পনা শুনলাম। মহর্ষি নগেন্দ্রনাথের মূর্তি প্রতিষ্ঠার আয়োজন চলছে।“