রাজ্যের ১৭ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগে তিন সপ্তাহ সময় বেধে দিল সুপ্রিম কোর্ট। বিচারপতি সূর্যকান্তের বেঞ্চে হয় এই মামলার শুনানি। রাজ্যপাল তথা আচার্যের তরফে এটর্নি জেনারেল আর বেঙ্কটরামানি তিন সপ্তাহ সময় চান উপাচার্য নিয়োগ প্রক্রিয়া শেষ করার জন্য। তিনি বলেন, ১৭টি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যর নাম চূড়ান্ত হয়ে গিয়েছে, বাকি ১৭টা নিয়ে সামান্য মতপার্থক্য আছে। সময় পেলে এই সমস্যাও দূর হবে, এদিন দাবি করেন এটর্নি জেনারেল।আদালতের তরফে তিন সপ্তাহ সময় দেওয়া হয়েছে আচার্যকে, উপাচার্য নিয়োগ প্রক্রিয়া শেষ করার জন্য।
আদালতের পর্যবেক্ষণ, রাজ্যের ৩৪টি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগ নিয়ে অহেতুক সময় নষ্ট করছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস।সুপ্রিম কোর্টের (Supreme Court) নির্দেশে দু সপ্তাহের মধ্যে আচার্যর ৩৪টি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগের কথা ছিল৷এখনও পর্যন্ত ১৭ টি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগ করা সম্ভব হয়েছে।ফের এদিন ১৭ টি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগের জন্য একটি নির্দিষ্ট সময়সীমা বেধে দেওয়া হয়েছে
রাজ্য সরকারের তরফে সওয়াল করতে গিয়ে প্রবীণ আইনজীবী অভিষেক মনু সিংভি বলেন, ১৭ সংখ্যাটি শুনতে ভালো লাগলেও এটা জানানো দরকার যে , ৩৪টির মধ্যে মাত্র ১৭টিতে নিয়োগের কাজ শেষ করা হচ্ছে৷ এর আগে সুপ্রিম কোর্ট তিন সপ্তাহের মধ্যে সব নিয়োগ শেষ করার নির্দেশ দিয়েছিল৷ তা করা হয়নি৷ আমরা এখনই আট সপ্তাহ পিছনে আছি৷ অভিষেক সিংভির সওয়ালকে মান্যতা দেওয়ার পরে শীর্ষ আদালতের তরফে জানানো হয় তিন সপ্তাহ সময় দেওয়া হচ্ছে আচার্যকে, সব নিয়োগ শেষ করার লক্ষ্যে৷
আচার্যকে৷বিচারপতি সূর্যকান্তর পর্যবেক্ষণ, নির্দিষ্ট সময়সীমার মধ্যে এই উপাচার্য নিয়োগ প্রক্রিয়া শেষ করতে হবে।সুপ্রিম শুনানিতে রাজ্যপাল তথা আচার্যর আইনজীবী অ্যাটর্নি জেনারেল আর বেঙ্কটরামানি জানান,এই তিন সপ্তাহের মধ্যে বাকি বিশ্ববিদ্যালয়গুলির উপাচার্য নিয়োগের কাজ সম্পন্ন করে ফেলবেন আচার্য তথা রাজ্যপাল সি ভি আনন্দ বোস৷ শীর্ষ আদালত এই আর্জিতে সম্মতি প্রদান করেছে৷
–
–
–
–
–
–
–
–
–





























































































































