নিয়োগ মামলার চার্জ গঠন: পার্থর ঘাড়ে দোষ চাপালেন অর্পিতা

0
3

নিয়োগ মামলায় নিজের দোষ সম্পর্কে হাত ঝেড়ে ফেললেন অর্পিতা মুখোপাধ্যায় (Arpita Mukherjee)। তৎকালীন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের উপরই যাবতীয় দোষ চাপালেন ইডি-র (Enforcement Directorate) হাতে গ্রেফতার অর্পিতা। এমনকি তাঁর ফ্ল্যাট থেকে উদ্ধার হওয়া টাকা সম্পর্কেও কিছু জানেন না বলে দাবি করেন তিনি। যদিও বিশেষ ইডি আদালতে মঙ্গলবার তাঁর বিরুদ্ধে চার্জ গঠন (charge frame) হয়।

অর্পিতা মুখোপাধ্যায়ের ফ্ল্যাট থেকে ৫১ কোটি টাকা উদ্ধার করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি (Enforcement Directorate)। পার্থ চট্টোপাধ্যায়ের সময়ই তাঁকে গ্রেফতার করা হয়। আবার ইডির পেশ করা চার্জশিটে উঠে আসে ওই টাকা আদতে পার্থরই। ইতিমধ্যেই জামিন পেয়েছেন অর্পিতা। তবে চার্জ গঠনের (charge frame) সময় অর্পিতা নিজেকে নির্দোষ দাবি করে।

মঙ্গলবার আদালতে অর্পিতা দাবি করে, আমি কিছু জানতাম না। কোনও সরকারি পদে ছিলাম না, কিছু জানতাম না। আমি নির্দোষ, স্যর! কোনও অনৈতিক কাজে যুক্ত ছিলাম না। কী উদ্ধার হয়েছে তা-ও জানি না। এক্ষেত্রে সরকারি পদে না থাকার অজুহাত দিয়ে তিনি গোটা দায় পার্থ চট্টোপাধ্যায়ের উপরেই ফেলতে চান।