বাংলার বাড়ি প্রকল্পে কাটমানি চাওয়ার অভিযোগ উঠল। আইএসএফ সদস্যের স্বামী মোহাম্মদ কামরুজ্জামানের বিরুদ্ধে এই অভিযোগ উঠেছে। ঘটনাটি প্রকাশ্যে আসার পরই স্থানীয় বিডিওর কাছে এবং থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। ঘটনাকে কেন্দ্র করে দেগঙ্গার নুরনগর গ্রাম পঞ্চায়েত এলাকায় ব্যপক চাঞ্চল্য ছড়িয়েছে।
কেন্দ্রের বিজেপি সরকার আবাস যোজনার টাকা বন্ধ করে দিয়েছে। দরিদ্র মানুষের কথা ভেবে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্য সরকারের টাকায় বাংলার বাড়ি প্রকল্পের প্রথম কিস্তির টাকা উপভোক্তাদের অ্যাকাউন্টে ইতিমধ্যেই দিয়ে দিয়েছেন। পাশাপাশি নির্দেশ দিয়েছেন কেউ কাটমানি চাইলে এক টাকাও দেবেন না। তারপরেও আইএসএফ পঞ্চায়েত সদস্যের স্বামী বাড়ি বাড়ি গিয়ে ১০, ১৫ হাজার করে কাটমানি চাওয়া নিয়ে চাঞ্চল্য ছড়িয়েছে। শুধু তাই নয় টাকা না দিলে দ্বিতীয় কিস্তির টাকা এবং অন্যান্য প্রকল্পের টাকা আটকে দেওয়া হবে বলে হুঁশিয়ারিও দেওয়া হয়েছে বলে অভিযোগ।
–
–
–
–
–
–
–
–
–





























































































































