দেশের শীর্ষ আদালতে আজ ওবিসি মামলার (OBC case hearing in SC) শুনানি হতে চলেছে। ২০১০ সালের পর থেকে রাজ্যের জারি করা সমস্ত ওবিসি শংসাপত্র বাতিল করার নির্দেশ দিয়েছিল হাইকোর্ট। সেই রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে রাজ্য সরকার (Government of West Bengal)। এই মামলায় ৭৭টি সম্প্রদায়ের ওবিসি সংরক্ষণ নিয়ে শুনানি হবে।
এর আগের শুনানিতে রাজ্যের আইনজীবী কপিল সিব্বল (Kapil Sibbal) জানিয়েছিলেন, ধর্মের ভিত্তিতে নয়, সংখ্যালঘুদের মধ্যে পিছিয়ে পড়া শ্রেণির মানুষকেই সংরক্ষণের আওতায় নিয়ে আসা হয়েছে। এই রাজ্যে মোট বাসিন্দার ২৮ শতাংশ সংখ্যালঘু সম্প্রদায়ের। তার মধ্যে ২৭ শতাংশ মুসলিম সম্প্রদায়ের মানুষ। রাজ্যের তরফে দাবি করা হয়, হাইকোর্টের রায়ের ফলে অনেক মানুষের সমস্যা হচ্ছে। এই মামলায় সুপ্রিম আদালত কী রায় দেয় আজ সে দিকে নজর থাকবে।
–
–
–
–
–
–
–
–