অতুল-পুনিতের পর গুজরাটের সুরেশ, স্ত্রীর ‘নির্যাতনের’ ভিডিও রেকর্ড করে আত্মহত্যা

0
2

মানসিক নির্যাতনের শিকার হয়ে আত্মঘাতী হওয়ার ঘটনা পুরুষদের মধ্যে যে বাড়ছে তার আরও এক উদাহরণ গুজরাটে (Gujarat)। স্ত্রী ও তার পরিবারের বিরুদ্ধে অভিযোগ তুলে ফের এক আত্মহত্যার ঘটনা। বেঙ্গালুরুর অতুল সুভাষ (Atul Subhash), দিল্লির পুনিত খুরানার (Puneet Khurana) মৃত্যুর কিনারা হওয়ার আগে ফের এক যুবকের আত্মহত্যার ঘটনা প্রশ্ন তুলল পারিবারিক নিরাপত্তা সংক্রান্ত আইন নিয়ে।

গুজরাটের বোতাদ (Botad) জেলার জামরালা গ্রামের সুরেশ শতধিয়াকে বাড়িতে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করে পরিবারের লোকেরা। তার এভাবে আত্মহত্যার কোনও কারণ খুঁজে পান না তাঁরা। পরে তার মোবাইল থেকে পাওয়া ভিডিও (video) থেকে জানা যায় স্ত্রী জয়াবেনকেই মৃত্যুর জন্য দায়ী করেছেন তিনি। পরিবারের তরফ থেকে জয়াবেনের বিরুদ্ধে পুলিশে অভিযোগ দায়ের করা হয়।

পুলিশি তদন্তে উঠে আসে, ৩৯ বছরের সুরেশ ও জয়াবেনের মধ্যে সম্পর্কে চিড় ধরেছিল সুরেশের শ্বশুরবাড়ির কারণে। কিছুদিন আগে জয়াবেন বাপেরবাড়ি চলে গেলে সুরেশ তাকে ফিরিয়ে আনতে যায়। কিন্তু স্ত্রী রাজি হয়নি। এরপরই আত্মহত্যার সিদ্ধান্ত নেয় সে। ভিডিও-তে সুরেশ দাবি করে তার স্ত্রীকে যেন উচিত শিক্ষা দেওয়া হয় (teach her a lesson)।

সম্প্রতি আর্থিক কারণে স্বামীদের উপর মানসিক নির্যাতনের অভিযোগ তুলে বেঙ্গালুরুর প্রযুক্তিবিদ অতুল সুভাষের (Atul Subhash) মৃত্যুতে উঠে আসে একাধিক প্রশ্ন। জামিন পেয়ে গিয়েছেন অভিযুক্ত স্ত্রী ও তার পরিবার। সেই রেশ কাটতে না কাটতেই স্ত্রীকে কাঠগড়ায় তুলে আত্মঘাতী হন দিল্লির যুবক পুনিত খুরানা। সেই মামলাতেও গ্রেফতারি হয়নি। তার আগে ফের এক আত্মহত্যায় বাড়ছে প্রশ্ন।