নববর্ষে রেকর্ড মদ বিক্রি হল রাজ্যে। ২০ ডিসেম্বর থেকে ১ জানুয়ারি পর্যন্ত এক হাজার কোটি টাকার আবগারি শুল্ক আদায় হয়েছে। অঙ্কটি গত বছরে ছিল প্রায় ৮০০ কোটি। সূত্রের খবর, এই এক হাজার কোটির মধ্যে ৬৫০ কোটি টাকা এসেছে শুধুমাত্র বিদেশি মদ ও বিয়ার থেকে। শীতেও বিয়ারের দিকেই বেশি ঝুঁকেছেন সুরাপ্রেমীরা। বিয়ারের বিক্রি বেড়েছে প্রায় ২২ শতাংশ। এই কারণে এক ধাক্কায় অনেকটাই বেড়ে গিয়েছে বিদেশি মদ বাবদ আবগারি শুল্ক। এর মধ্যে সবচেয়ে বেশি শুল্ক আদায় হয়েছে ৩১ ডিসেম্বর।
আবগারি দফতরের পরিসংখ্যান বলছে, কলকাতা-সহ সারা রাজ্যে যেখানে বছরে গড়ে প্রায় দু’হাজার কোটি টাকার মদ বিক্রি হয় সেখানে বর্ষবিদায়-বর্ষবরণে রাজ্যে মদ বিক্রি হয়েছে প্রায় ৬ হাজার কোটি টাকার! পরিসংখ্যানের নিরিখে বড়দিন থেকে শুরু করে বর্ষবিদায় কিংবা বর্ষবরণে দুর্গা পুজোর রেকর্ডকেও ছাপিয়ে গিয়েছে।
আবগারি দফতর সূত্রের খবর, ২০ ডিসেম্বর থেকে বড়দিন, নববর্ষে মদ বিক্রির পরিমাণ প্রায় আট গুণ বেশি। এবং বিক্রি বা চাহিদায় এগিয়ে রয়েছে বিদেশি মদ এবং বিয়ার।সম্প্রতি বাজেটে মদের দাম বৃদ্ধি করা হয়েছে। ফলে দাম বাড়ায় বিক্রি কিছুটা কমতে পারে বলে অনেকের ধারণা ছিল। কিন্তু সরকারি পরিসংখ্যান বলছে, উৎসবে রাতে আরও বেশি করে উপভোগ করতে দামের পরোয়া করেনি আমজনতা। প্রসঙ্গত, গত অর্থবর্ষে আবগারি শুল্ক বাবদ রাজ্যের কোষাগারে ঢুকেছিল প্রায় সাড়ে ১৬ হাজার কোটি টাকা। সেখানে চলতি অর্থবর্ষে, ৩১ ডিসেম্বর পর্যন্তই এই অঙ্ক গিয়ে দাঁড়িয়েছে সাড়ে ১৩ হাজার কোটিতে।
–
–
–
–
–
–
–
–





























































































































