বাংলাদেশের বিভিন্ন স্কুলের পাঠ্য বইয়ে এতদিন ধরে মুক্তিযুদ্ধের যে ইতিহাস পড়ানো হতো এবার তা বদলে গেল। মুছে গেল বঙ্গবন্ধু মুজিবর রহমানের নাম। কিন্তু এবার নতুন বছরে পঞ্চম শ্রেণি থেকে দেশের স্বাধীনতা সংগ্রামের নয়া ইতিহাস পড়ানোর সিদ্ধান্ত হয়েছে। যেখানে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে স্বাধীনতার ঘোষক বলে উল্লেখ করা হয়েছে।
মুক্তিযুদ্ধের পর বিগত ৫৪ বছর সরকারিভাবে বাংলাদেশের স্বাধীনতার ঘোষক হিসাবে শেখ মুজিবুর রহমানের নাম লেখা হয়েছে। কিন্তু এবার পঞ্চম শ্রেণির নয়া পাঠ্য বইতে লেখা থাকবে, ১৯৭১ সালের ২৬ মার্চ গভীর রাতে চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র থেকে স্বাধীনতার ঘোষণা দেন ওই এলাকার দায়িত্বপ্রাপ্ত সেনা কমান্ডার জেনারেল জিয়াউর রহমান। কূটনৈতিক মহল বলছে এই ঘটনায় সরকারি পাঠ্যপুস্তকে বিএনপি’র দীর্ঘদিনের দাবি স্বীকৃতি পেল।পাঠ্য বইতে বলা হয়েছে স্বাধীনতার ঘোষণা সংক্রান্ত শেখ মুজিবুর রহমানের একটি বার্তাও নাকি ২৭ মার্চ দেশবাসীকে জানিয়েছিলেন জিয়াউর রহমান।
–
–
–
–
–
–
–
–
–





























































































































