সাধু বা সন্ন্যাসীর ছদ্মবেশে জঙ্গি ঢুকে পড়তে পারে মহাকুম্ভে (Mahakumbh) ? একাধিক হুমকি এবং গোয়েন্দাসূত্রে পাওয়া খবর অনুযায়ী সন্ত্রাসবাদী আক্রমণের আশঙ্কায়, বর্তমান পরিস্থিতির কথা মাথায় রেখে এবার ভারত তীর্থের মহামেলায় বিশেষ নিরাপত্তা ব্যবস্থা রাখতে চাইছে উত্তরপ্রদেশের যোগী আদিত্যনাথের সরকার (UP Government)। সূত্রের খবর এ বছর মহাকুম্ভ যাতে নির্বিঘ্নে এবং নিরাপদে সম্পন্ন হয় সেই কথা মাথায় রেখে এনএসজি কমান্ডো (NSG Commando) বাহিনী এবং স্নাইপার প্লাটুন মোতায়েন করা হচ্ছে।
গঙ্গা, যমুনা ও সরস্বতীর সঙ্গমস্থলে ৪০ কোটি পুণ্যার্থীর জন্য গড়ে তোলা হচ্ছে এক অস্থায়ী নগরী। সঙ্গমস্থলের বিস্তীর্ণ জলরাশির পাহারাদারিতে নিরাপত্তার দায়িত্ব দেওয়া হয়েছে জলপুলিশের বিশেষ বাহিনীকে। সাধুর ছদ্মবেশে জঙ্গি হামলার ঘটনা এড়াতে আখড়া-সন্ন্যাসীদের আধার কার্ড সঙ্গে রাখা বাধ্যতামূলক করা হয়েছে। মেলা চলাকালীন আকাশ পথে চলবে ড্রোন নজরদারি। বুলেটপ্রুফ আউটপোস্ট তৈরি পাশাপাশি শাহি স্নানের স্থান, মন্দির এবং গাড়ির ‘পার্কিং লট’গুলির নজরদারিতে ২৬টি নাশকতা দমন টিম মোতায়েন করা হচ্ছে। গোয়েন্দাদের তরফে জানানো হয়েছে বেশ কয়েকটি ইসলামি জঙ্গি সংগঠনেরও নিশানায় রয়েছে প্রয়াগরাজের পূর্ণকুম্ভ। কানাডাবাসী খলিস্তানি জঙ্গিনেতা গুরুপতবন্ত সিং পন্নুনও মহাকুম্ভকে টার্গেট করেছে। তাই আঁটোসাঁটো করা হচ্ছে নিরাপত্তা।
–
–
–
–
–
–
–
–
–





























































































































