বাংলাদেশে আটক কাকদ্বীপের ৯৫ মৎস্যজীবীকে দ্রুত ফেরাতে উদ্যোগী হয়েছিল নবান্ন। বিষয়টি তদারকি করছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে। রাজ্যের তরফে কেন্দ্রের দৃষ্টিও আকর্ষণ করা হয়েছিল। জানা গিয়েছে, বাংলাদেশ থেকে শীঘ্রই মুক্তি পেতে চলেছে এই ৯৫ জন ভারতীয় মৎস্যজীবী। তাঁদের বিরুদ্ধে যে মামলা হয়েছিল, তা প্রত্যাহারের নির্দেশ দিয়েছে বাংলাদেশ সরকার।
নিয়ম অনুযায়ী যাবতীয় পদক্ষেপ হয়। কাকদ্বীপের এই ৯৫ জন মৎস্যজীবীর পরিবারের পাশে ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি কাকদ্বীপের বিধায়ক মন্টুরাম পাখিরাকে ফোন করে এই পরিবারগুলির পাশে থাকার কথা বলেছিলেন। প্রায় আড়াই মাস আগে বাংলাদেশের জলসীমার ভিতর ঢুকে পড়ায় কাকদ্বীপের ছ’টি ট্রলারকে আটক করেছিল বাংলাদেশের উপকূলরক্ষী বাহিনী। ওই ট্রলারগুলিতেই ছিলেন ৯৫ জন মৎস্যজীবী। প্রত্যেককেই গ্রেফতার করা হয়।
কাকদ্বীপের মৎস্যজীবীদের বাংলাদেশে গ্রেফতার হওয়ার বিষয়টি জানার পরেই তাঁদের ভারতে ফিরিয়ে আনার বিষয়ে তৎপর হন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যের তরফে কেন্দ্রীয় সরকারেরও দৃষ্টি আকর্ষণ করা হয়। Mk অন্য দিকে, ভারতে আটকে থাকা ৯০ জন বাংলাদেশি মৎস্যজীবীকেও স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে ছেড়ে দেওয়ার প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে খবর।
–
–
–
–
–
–
–
–
–
–





























































































































