কোনও অনুষ্ঠানে যাওয়ার আগে জানাতে হবে মন্ত্রীদের। যে কোনও রকম অনভিপ্রেত ঘটনা এড়াতে এই নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। কোনও অনুষ্ঠানে যাচ্ছেন, সে বিষয়ে আগে থেকে সম্পূর্ণ তথ্য নেবেন মন্ত্রীরা। রাজ্য মন্ত্রিসভার সহকর্মীদের এমনই নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। ২০২৫ সালের শুরু থেকেই এই নির্দেশ কঠোর ভাবে মেনে চলতে হবে মন্ত্রীদের।
নবান্ন (Nabanna) সূত্রের খবর, সম্প্রতি এক ঘটনার প্রেক্ষিতেই এই নির্দেশ। এক মন্ত্রীর অনুষ্ঠানে অযাচিতভাবে মঞ্চে চলে আসেন এক ব্যক্তি। তাঁর বিরুদ্ধে একাধিক মামলা থাকায় প্রশ্ন ওঠে। ফলে বিড়ম্বনায় পড়তে হয়। বিষয়টি জানতে পারেন মুখ্যমন্ত্রীও। গত বৃহস্পতিবার মন্ত্রিসভার বৈঠকেই এই প্রসঙ্গে উত্থাপন করে নাম না করে সতর্ক করেন মমতা (Mamata Banerjee)। সেই সঙ্গে নির্দেশ দেন, কোন মন্ত্রী কোথায় যাচ্ছেন এবং কোন অনুষ্ঠানে অংশ নিচ্ছেন, তা আগে থেকে জানাতে হবে। নতুন বছর থেকেই এই নির্দেশ কার্যকর করতে হবে বলেও জানিয়ে দেওয়া হয়েছে।
২০২৬-এ বাংলায় বিধানসভার নির্বাচন। রাজ্যে ব্যাপক হারে উন্নয়নের কাজ ও জনকল্যাণমূলক প্রকল্প চালু করেছেন মুখ্যমন্ত্রী। সম্প্রতি উপনির্বাচনগুলিকে শাসকদলের জয়েই প্রমাণ করে বিরোধীদের হাজার কুৎসা উড়িয়ে বাংলার মানুষের আস্থা রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের উপর। এই পরিস্থিতিতে কোন অনভিপ্রেত ঘটনায় অস্বস্তিকর পরিবেশ তৈরি হোক চাইছে না সরকার।
–
–
–
–
–
–
–
–