বর্ষবরণের রাতেই রেকর্ড পারদ পতন! আবহাওয়ার নতুন খেলা শুরু 

0
6

পশ্চিমী ঝঞ্ঝার জেরে যতই সর্বনিম্ন তাপমাত্রা ঊর্ধ্বমুখী হোক না কেন, বছর শেষেই ঘুরবে খেলা। আলিপুর আবহাওয়া দফতরের (Alipore Weather Department) পূর্বাভাস বলছে, বর্ষশেষ আর বর্ষবরণের রাতেই কলকাতার তাপমাত্রা (Kolkata Temperature) নামবে ১৪ ডিগ্রিতে। জেলায় জেলায় দশ ডিগ্রি বা তার কমেও নামতে পারে পারদ। উইকেন্ডে পার্বত্য এলাকায় ব্যাপক তুষারপাতের সম্ভাবনাও রয়েছে।

বাংলাতে শীতের দেখা না মিললেও উত্তর ভারতে শৈত্যপ্রবাহে নাজেহাল জনজীবন। বরফের চাদরে ঢাকা পড়েছে একাধিক রাজ্য। সপ্তাহান্তে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়িতে বৃষ্টি এবং তুষারপাতের সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের তিন জেলা পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদে শনিবার রাতে কিংবা রবিবার সকালে বৃষ্টি হতে পারে। সোমবারের পর এরাজ্যে নিম্নমুখী হবে পারদ। মঙ্গলের রাতে শীত স্বাভাবিক অবস্থায় ফিরবে বলেই আশা করা হচ্ছে। যদিও চলতি বছরের বাকি দিনগুলোতে জাঁকিয়ে ঠান্ডা পড়বে না। শনিবার আংশিক মেঘলা আকাশ থাকবে। আগামী ২৪ ঘণ্টায় রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।