নতুন বছরের শুরুতেই কলকাতার রবীন্দ্র সরোবরকে ঢেলে সাজাচ্ছে রাজ্য সরকার। সররোবরের মানোনন্নয়নে বিভিন্ন খাতে প্রায় ৪ কোটি টাকার কাছাকাছি বরাদ্দও করা হয়েছে। জানা গিয়েছে, কলকাতা মেট্রোেপলিটন ডেবেলপমেন্ট অথরিটি কেএমডিএ কয়েকদিনের মধ্যেই সরোবরের ভিতরের রাস্তা, ফুটপাথ ও নিকাশি ব্যবস্থার সংস্কার শুরু করছে। এজন্য দুকোটি টাকা বরাদ্দ করা হয়েছে।
ওই সংস্থা সূত্রে জানা গিয়েছে, সরোবরের টালিগঞ্জের দিকের বেহাল রাস্তা ও ফুটপাথ সারিয়ে তোলা হবে। পেভার ব্লক বসানো নতুন ফুটপাথও তৈরি করা হবে। এছাড়া জল জমার সমস্যা থেকে সরোবর এলাকাকে মুক্ত করতেও উদ্যোগ নেওয়া হচ্ছে। জল জমে এমন কয়েকটি জায়গা চিহ্নিত করে সেখানে নিকাশি ব্যবস্থাও উন্নত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সরোবরের পাড়ের ভাঙন আটকানোর জন্যও ইউক্যালিপটাসের বল্লা দিয়ে বাঁধ তৈরি করা হবে। এজন্য পুর ও নগরোন্নয়ন দফতরের তরফে আরও ১ কোটি ৭৬ লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছে।
–
–
–
–
–
–
–
–
–





























































































































