উর্দি পরেই রিল! আবার এমন অনেক ভিডিও বা ছবি পোস্ট করা হচ্ছে যার ফলে ভাবমূর্তি নষ্ট হচ্ছে পুলিশদের (Police)। এই নিয়ে এবার কড়া নির্দেশিকা জারি করল লালবাজার। সেখানে ইউনিফর্ম পরে রিল করায় নিষেধ-সহ একগুচ্ছ নির্দেশ দিয়েছেন কলকাতা পুলিশের ভারপ্রাপ্ত গোয়েন্দা প্রধান রূপেশ কুমার (Rupesh Kumar)।
জোশ দেখাতে গিয়ে অনেক ক্ষেত্রে পুলিশকর্মী নিজেদের স্যোশাল মিডিয়ায় (Social Meida) উর্দি পড়ে এমন কিছু ছবি পোস্ট করেন, যেটা বিব্রত করে পুলিশ মহলকে। সেটাতে রাশ টানতে কড়া পদক্ষেপ করছে লালবাজার। একগুচ্ছ নির্দেশিকা জারি হয়েছে। ব্যুরো অফ পুলিশ রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট গাইডলাইনকে উল্লেখ করে রূপেশ কুমারের দেওয়া সেই নির্দেশিকা ইতিমধ্যে পৌঁছে গিয়েছে কলকাতা পুলিশের সমস্ত ডিসিদের কাছে। লালবাজার সূত্রে খবর, সেখানে স্পষ্ট করে বলা হয়েছে,
• পুলিশকর্মীরা ব্যক্তিগত পোস্টে রাষ্ট্রীয় প্রতীক, পুলিশের ব্যাজ, ইউনিফর্ম ব্যবহার করতে পারবেন না
• অফিসের ছবি ব্যবহার করে কোন রিল বানাতে পারবেন না
• ব্যক্তিগত প্রোফাইল থেকে সোশ্যাল মিডিয়ায় যদি কোনও পোস্ট করা হয় যেখানে পুলিশের গাড়ি, অফিস চেম্বার অথবা বিল্ডিংয়ের ছবি ব্যবহার করা হয়েছে তখন সেই পুলিশকর্মীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে
পাশাপাশি, ওই নির্দেশিকায় উল্লেখ করা হয়েছে পুলিশ (Police) কর্মীরা কোনও মামলার তথ্য সোশ্যাল মিডিয়ায় শেয়ার করতে পারবেন না। আগাম অভিযান, কাজের পদ্ধতি সোশ্যাল মিডিয়ায় দেওয়া যাবে না। এছাড়া নিষিদ্ধ অ্যাপ ব্যবহার করতে না পারা সহ স্মার্টফোনের লোকেশন, জিও ট্যাগিং সিস্টেম বন্ধ রাখতে হবে। এই নির্দেশিকা অমান্য করলে সেন্ট্রাল সিভিল সার্ভিস কন্ডাক্ট রুল, অফিশিয়াল সিক্রেট আইন, তথ্যপ্রযুক্তি আইন, অল ইন্ডিয়া সার্ভিস কন্ডাক্ট রুল অনুযায়ী শাস্তি হবে।
–
–
–
–
–
–
–
–





























































































































