মৃতার মা-বাবাকে বুঝিয়ে যে CBI তদন্ত নিয়ে এসেছিলেন, এখন সেই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার বিরুদ্ধেই অনাস্থা চিকিৎসকদের একাংশের। মঙ্গলবার, CGO কমপ্লেক্সের সামনে প্রতীকী তালা ঝোলাল বিক্ষোভকারী চিকিৎসকদের একাধিক সংগঠন। পুলিশ (Police) বাধা দিতে গেলে বিক্ষোভকারীদের সঙ্গে ধস্তাধস্তিতে সাময়িক উত্তেজনা তৈরি হয়।
৯০ দিনেও চার্জশিট দিতে পারেনি সিবিআই। যার জেরে আর জি কর মেডিক্যাল কলেজে ও হাসপাতালে (R G Kar Medical College and Hospital) তরুণী চিকিৎসক-পড়ুয়ার ধর্ষণ-খুনের ঘটনায় জড়িত সন্দেহে ধৃত প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ এবং টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডলকে জামিন দিয়েছে আদালত। এর প্রতিবাদে এদিন বিচারের ক্ষেত্রে ঢিলেমি করা হচ্ছে, সিবিআইয়ের বিরুদ্ধে গাফিলতির অভিযোগে CGO-র সামনে বিক্ষোভ দেখায় একাধিক চিকিৎসক সংগঠন। সেন্ট্রাল পার্ক মেট্রো স্টেশনের সামনে জমায়েত করেন সার্ভিস ডক্টর ফোরাম, মেডিক্যাল সার্ভিস সেন্টার ও নার্সেস ইউনিটির সদস্যরা। সেখান থেকেই সিজিও-র সমানে গিয়ে বিক্ষোভ দেখান তাঁরা। সিজিও কমপ্লেক্সের মেন গেটে প্রতীকী তালা ঝুলিয়ে দেওয়া হয়।
পুলিশ (Police) সেই তালা থেকে খুলে দিলে প্রতিবাদ করেন আন্দোলনকারীরা। ব্যারিকেড ভেঙে এগিয়ে যাওয়ার চেষ্টা করেন। পুলিশের সঙ্গে ধস্তাধস্তি বেধে যায়। সিজিও-র সামনে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়। ছিলেন বিধাননগর পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা। সিবিআইয়ের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন বিক্ষোভকারীরা।
–
–
–
–
–
–
–
–





























































































































