বড়দিনের (Christmas) চেনা শীতের ইনিংস এবছর উধাও। ব্যাকফুটে উত্তুরে হাওয়া। বেশ দীর্ঘস্থায়ী পশ্চিমী ঝঞ্ঝা আর নিম্নচাপের যুগলবন্দি। ফলে এবছর ‘উষ্ণ’ ক্রিসমাস (Christmas) পেতে চলেছেন দক্ষিণবঙ্গবাসী। আগামী ২৫ ডিসেম্বর জেলায় জেলায় বৃষ্টির পূর্বাভাস (Rain alert)। ভিজবে দার্জিলিং- কালিম্পংও। আগামী তিন, চারদিনে পারদ পতনের সম্ভাবনা নেই।
আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Department) জানিয়েছে ক্রিসমাস ইভে রাজ্যের তিন উপকূলীয় জেলায় বৃষ্টির সম্ভাবনা। বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গের দার্জিলিংয়েও। মঙ্গলবারের সকালে দক্ষিণবঙ্গে মেঘলা আকাশ, বেলা বাড়তে রোদের দেখা মিলেছে। রাতে এবং ভরে কুয়াশার দাপট চলছে। যার জেরে শীতের আমেজ অনেকটাই দিকে, আগামী তিন-চারদিনে পারদ পতনের সেরকম কোনও সম্ভাবনা নেই। ঘন কুয়াশা দেখা দিতে পারে পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদ জেলায়।দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, উত্তর দিনাজপুর এবং মালদহ জেলার পাশাপাশি বাকি জেলাগুলিতেও কুয়াশা থাকবে। দৃশ্যমানতা বেশিরভাগ জায়গায় ২০০ মিটারের নিচে নামবে। আগামী শুক্রবার অর্থাৎ ২৭ ডিসেম্বর উত্তর-পশ্চিম ভারতে আরও একটি ঝঞ্ঝা ঢুকতে পারে। কলকাতায় আজ সর্বনিম্ন তাপমাত্রা ১৭.৩ ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়ার খামখেয়ালীপনায় বাড়ছে জ্বর-সর্দির দাপট। সচেতন থাকার পরামর্শ বিশেষজ্ঞদের।
–
–
–
–
–
–
–
–
–





























































































































