তপসিয়ার পর এ বার নিউ আলিপুর। দুর্গাপুর সেতুর নীচের বস্তিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল। পুড়ে গেল ওই বস্তির একের পর এক ঝুপড়ি। ঘটনাস্থলে দমকলের ১৬ টি ইঞ্জিন। আগুন নেভানোর চেষ্টা করছেন দমকলকর্মীরা। পাশেই রয়েছে একটি বেসরকারি হাসপাতাল। ঘটনাস্থলে গিয়েছেন রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস। রওনা দিয়েছেন দমকল মন্ত্রী সুজিত বসুও।
এ দিকে পাশেই রয়েছে আবার সেনা ছাউনি। আগুন নেভাতে বেগ পেতে হচ্ছে দমকলকে। এ দিকে, দমকল কর্মীদের পাশাপাশি জওয়ানরাও আগুন নেভানোর কাজে হাত লাগিয়েছেন। এলাকাবাসী সূত্রে জানা গিয়েছে, প্রচুর দাহ্য পদার্থ মজুত ছিল। সেইখান থেকেই কোনওভাবে আগুন ধরে গিয়েছে।
এদিকে আগুনের জেরে ব্যপক আতঙ্ক ছড়ায় এলাকায়। দুর্গাপুর ব্রিজের উপর যাবতীয় গাড়ি চলাচল বন্ধ করে দেওয়া হয়। ব্রিজের উপর থেকে জল দেওয়া হচ্ছে। নীচে থেকেও জল দেওয়া হচ্ছে। প্রচুর ঝুপড়ি আগুনে একেবারে শেষ হয়ে গিয়েছে। আগুন যাতে ছড়িয়ে না পড়ে তার সবরকম চেষ্টা চালানো হচ্ছে।
আরও পড়ুন- নামখানার মৌসুনি পর্যটন কেন্দ্র ভয়াবহ আগুন! ভস্মীভূত কটেজের বেশিরভাগ অংশই
_
_
_
_
_
_



























































































































