ডেলিভারি বাক্সে কাটা কাঁধ! অন্ধ্রপ্রদেশের বাক্স বদল নিয়ে তদন্তে পুলিশ

0
4

বাড়ি তৈরির জন্য সরঞ্জাম আসার অপেক্ষা করছিলেন অন্ধ্রপ্রদেশের (Andhra Pradesh) পশ্চিম গোদাবরি জেলার এক মহিলা। বিনামূল্যে এক সংস্থা থেকে বৈদ্যুতিক সরঞ্জামের আসার অপেক্ষা করছিলেন তিনি। কিন্তু তার বদলে তাঁর কাছে এসে পৌঁছালো ১.৩ কোটি টাকা মুক্তিপণের দাবি। কিন্তু কীসের মুক্তিপণ (extortion)? সেই রহস্যের সন্ধানে বাক্স খুলতেই বেরিয়ে পড়ল যুবকের কাটা কাঁধ (torso)। দ্রুত পুলিশকে খবর দেন ভয়ার্ত নাগা তুলসি নামের ওই মহিলা।

পশ্চিম গোদাবরীর (West Godavari) ইয়েন্ডাগান্ডি গ্রামের বাসিন্দা নাগা তুলসি বাড়ি তৈরির কাজ শেষ করার জন্য একটি স্বেচ্ছাসেবী সংস্থার সাহায্য চেয়েছিলেন। সেই মতো প্যাকিং বাক্সে (packing box) তাঁর বাড়ির জন্য পাখা, লাইট ইত্য়াদি বৈদ্যুতিন সরঞ্জাম (electronics parts) আসার কথা ছিল। সেই মতো বড় পার্সেল বাক্স আসায় তিনি তা গ্রহণও করেন। কিন্তু তাতেই বেরোয় মানব শরীরের কাটা অংশ (human torso)। সেই সঙ্গে মুক্তিপণ ১.৩ কোটি টাকা চেয়ে একটি চিঠি।

ঘটনায় কাটা শরীরের অংশ ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ। সেই সঙ্গে যে সংস্থা থেকে পার্সেল আসার কথা ছিল তাঁদেরও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। প্রাথমিকভাবে পুলিশের অনুমান শরীরের অংশটি ৪৫ বছর বয়সী কোনও পুরুষের। সেই সঙ্গে নিখোঁজ অভিযোগ নিয়ে তল্লাশি চালানো হচ্ছে।