গতকালই আন্তর্জাতিক ক্রিকেট অবসর নিয়েছেন ভারতের তারকা ক্রিকেটার রবিচন্দ্রন অশ্বিন । আর আজই অস্ট্রেলিয়া সফর থেকে দেশে ফিরে এসেছেন অশ্বিন । আর দেশে ফিরেই জানিয়ে দিলেন নিজের আগামী পরিকল্পনা ।
অশ্বিন বলেন, “অনেক মানুষেরই আবেগ রয়েছে। সেটাকে সমীহ করি। আস্তে আস্তে সব সয়ে যাবে। তবে আমার কাছে এটা বিরাট শান্তি এবং তৃপ্তির ব্যাপার।আর তো ভেবে লাভ নেই। আমার কাজ শেষ। কোনও আক্ষেপ নেই। আমি অনেক মানুষকে দেখেছি দূর থেকে আক্ষেপ করতে। আমি সে ভাবে জীবন কাটাতে চাই না।”
এরপরই অশ্বিন আরও বলেন,” ক্রিকেটজীবনে আমরা অনেক ঘটনার মধ্যে দিয়ে যাই। সাধারণত ঘুমোতে যাওয়ার সময় অনেক কিছু আমার মাথায় ঘোরে। যেমন উইকেট নেওয়া বা রান করা। গত দু’বছর ধরে সে রকম কোনও স্মৃতি ভেসে আসছিল না। তখনই বুঝতে পেরেছিলাম এ বার অন্য পথ নেওয়া দরকার।”
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও, আইপিএল-এ খেলবেন অশ্বিন। এই নিয়ে তিনি বলেন,” এখনই কোনও পরিকল্পনা নেই। একটু আরাম করতে চাই। তবে চুপচাপ বসে থাকার ছেলে নই। সিএসকে-র হয়ে খেলতে নামব। যদি দীর্ঘ দিন খেলতে পারি তা হলে অবাক হবেন না। ক্রিকেটার অশ্বিন এখনও শেষ হয়ে যায়নি। তবে ভারতীয় ক্রিকেটার হিসাবে অশ্বিনের যাত্রা শেষ হয়েছে।”
আরও পড়ুন- Breakfast news : ব্রেকফাস্ট নিউজ
–
–
–
–
–
–
–
–





























































































































