একাত্তরের যুদ্ধের স্মৃতির উস্কানি? বাংলাদেশের অস্থিরতার মাঝেই বাংলার সীমান্তে মর্টার শেল। পুরো গ্রাম ঘিরে ফেলল বিএসএফ। উত্তেজনা বাড়ছে বাংলাদেশে, ক্রমাগত তীব্র হচ্ছে হিন্দুদের উপর আক্রমণ, সীমান্ত সুরক্ষায় কড়া নজরদারির কথা বলা হচ্ছে, ঠিক তখনই ভারত বাংলাদেশ সীমান্তে বিএসএফের ঘেরাটোপের মধ্যে পাকিস্তানি মর্টার শেল (Morter Shell) উদ্ধারে চাঞ্চল্য তৈরি হয়েছে। সূত্রের খবর দিনহাটার চৌধুরীহাট ভারত বাংলাদেশ সীমান্তে এই শেল দেখতে পান এক কৃষক। মঙ্গলবার জমি খোঁড়ার সময় তিনি এটি লক্ষ্য করেন। পুলিশ এবং সীমান্ত রক্ষী বাহিনীর কাছে খবর যায়। আপাতত শেল নিজেদের হেফাজতে নিয়েছে বিএসএফ (BSF)।
প্রাথমিকভাবে মনে করা হচ্ছে যে উদ্ধার হওয়া মর্টার শেল বেশ পুরনো। কিন্তু প্রশ্ন, যেখানে বর্ডার পাহারা দিচ্ছে কেন্দ্রীয় সরকারের বিএসএফ এখানে কীভাবে মাটির এতটা গভীরে পাকিস্তানের মর্টার শেল এল তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছেছেন ভারতীয় সেনার (Indian Army) বম্ব স্কোয়াডের কর্মীরা।
–
–
–
–
–
–
–
–
–





























































































































