সংবিধানের ৭৫ বছর পূর্তিতে জাতীয়স্তোত্রের স্রষ্টা রবীন্দ্রনাথ ঠাকুরকে সংসদে শ্রদ্ধা জানানোর দাবি জানালেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। সাংসদ হিসাবে শপথ নেওয়ার পরে রাজ্যসভায় মঙ্গলবারই প্রথম বক্তব্য পেশ করলেন তিনি। সশ্রদ্ধ চিত্তে স্মরণ করলেন বিশ্বকবিকে। শুধু অনন্যপ্রতিভার কবি হিসাবে নন, সুরস্রষ্টা, দার্শনিক এবং নিষ্ঠাবান রাজনীতিবিদ হিসাবে রবীন্দ্রনাথ ঠাকুরের অবদানের কথা তুলে ধরলেন তিনি। ঋতব্রতর কথায়, কবিগুরু ছাড়া সংবিধানের ৭৫ বছর পূর্তি নিয়ে আলোচনা অপূর্ণ থেকে যাবে।
রাজ্যসভায় নতুন সাংসদের ভাষণে এদিন ছত্রে ছত্রে ছিল রবীন্দ্রনাথের কবিতার আবৃত্তি। অন্ধকার থেকে কেমন করে আলোর পথ দেখিয়েছিলেন তিনি তাও তাঁর কবিতার মধ্যে দিয়েই ব্যখ্যা করেন সাংসদ। মনে করিয়ে দিলেন, ১৯১১ সালে এক রাজনৈতিক কনভেনশনে আদর্শ ভারতবর্ষের ছবি তুলে ধরেছিলেন তিনি তাঁর সৃজনশীলতার মধ্যে দিয়েই। বিভিন্ন জাতি-ধর্ম এবং ভাষার মানুষকে ঐক্যবদ্ধ হওয়ার মন্ত্রে দীক্ষিত করেছিলেন রবীন্দ্রনাথই। নিদ্রামগ্ন মানুষের মনে জাগিয়ে তুলেছিলেন চেতনা। তাই সংবিধানের ৭৫ বছর পূর্তি রবীন্দ্রনাথ ছাড়া অসম্পূর্ণ থেকে যাবে।
_
_
_
_
_
_
_
_
_






























































































































