এমনও হয়।জীবন্ত মুরগির বাচ্চা গিলে ফেলেছেন এক যুবক। শুনেছেন কখনও? যার নিট ফল, শ্বাসরোধ হয়ে মারা গিয়েছেন ৩৫ এর যুবক আনন্দ যাদব (Chhattisgarh Death)! ছত্তিশগড়ের অম্বিকাপুরের ছিন্ডকালো গ্রামের ঘটনা। যা দেখেশুনে অবাক সবাই। কেউই সহজে বিশ্বাস করতে পারছেন না। এই মৃত্যুতে অভিযোগ উঠেছে, এক তান্ত্রিকের কথায় এই কাণ্ড ঘটিয়েছেন তিনি। আরও শুনলে অবাক হবেন, যে যুবকের মৃত্যুর পরে গলা থেকে বেরিয়ে এসেছে জলজ্যান্ত ওই মুরগির ছানাটি।
মৃত যুবকের পরিবারের সদস্যরা জানিয়েছেন, মঙ্গলবার স্নান সেরে ঘরে ঢোকার পরে হঠাৎই মাথা ঘোরা ও অস্বস্তি অনুভব করেন আনন্দ। কিছুক্ষণের মধ্যেই তিনি অজ্ঞান হয়ে যান। সঙ্গে সঙ্গে তাকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ততক্ষণে শ্বাস আটকে মারা গিয়েছেন তিনি।জানা গিয়েছে, প্রাথমিকভাবে চিকিৎসকেরা আনন্দর মৃত্যুর কারণ প্রথমে বুঝতে পারেননি। কিন্তু ময়নাতদন্ত করার সময়ে, আনন্দর গলায় একটি জীবন্ত মুরগির ছানা আটকে থাকতে দেখা যায়। চিকিৎসকরা জানিয়েছেন, মুরগির ছানাটি প্রায় ২০ সেন্টিমিটার লম্বা ছিল এবং সেটি শ্বাসনালী ও খাদ্যনালী দুটোই পুরোপুরি বন্ধ করে দিয়েছিল। এর ফলেই শ্বাসরোধ হয়ে আনন্দের মৃত্যু ঘটে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, আশ্চর্যজনক এই মৃত্যুর পরেই গ্রামবাসীদের মধ্যে গুঞ্জন শুরু হয়। এলাকাবাসীর একাংশ দাবি করেন, আনন্দ যাদব দীর্ঘদিন ধরে সন্তানহীনতার সমস্যায় ভুগছিলেন। তাই তিনি এক তান্ত্রিকের পরামর্শ নিতেন।গ্রামের মানুষদের দাবি, সন্তান লাভের আশায় সেই তান্ত্রিকের পরামর্শেই তিনি জীবন্ত মুরগির বাচ্চা গিলে ফেলেছিলেন।এই অস্বাভাবিক ঘটনার পরে পুলিশ তদন্ত শুরু করেছে। ঠিক কী কারণে আনন্দ যাদব এমন ঘটনা ঘটিয়েছিলেন, তা জানার চেষ্টা চলছে।
–
–
–
–
–
–
–
–
–





























































































































