এত উৎসব! জেলমুক্তির পরে নেটিজেনদের সমালোচনার তিরে অল্লু অর্জুন

0
4

শনিবার ভোরে জেল থেকে মুক্তি। আর তারপর গোটা দিন স্ক্রিনের পুষ্পাকে (Pushpa) বাস্তবে রাজার আসনে বসানোর আবেগঘন ছবি ভিডিও থেকে, তারকাদের সমাবেশ। গোটা ঘটনায় উৎসবের যে পরিবেশ তৈরি হয়েছিল তার সমালোচনায় নেটিজেনরা(netigen)। দক্ষিণী তারকাকে তাঁরা স্মরণ করালেন দুর্ঘটনায় আহত শিশুর কথা।

হায়দ্রাবাদের (Hyderabad) সিনেমা হলে পদপিষ্টের ঘটনায় মৃত্যু হয় এক মহিলার। আহত হন তাঁর ছেলে। সেই ঘটনার দায় অল্লু অর্জুনের (Allu Arjun) কাঁধে চাপিয়ে তাঁকে গ্রেফতার করে তেলেঙ্গানা পুলিশ। যদিও তেলেঙ্গানা হাইকোর্ট (Telengana High Court) তাঁর জামিন মঞ্জুর করে। শনিবার সকালে জেল থেকে বাড়ি ফেরেন অল্লু।

এরপরই সারাদিন সংবাদ মাধ্যমে দেখা যায় অল্লুর ঘরে ফেরার উচ্ছ্বাস। এই উৎসবের পরিবেশে নেটিজেনরা অল্লুকে (Allu Arjun) স্মরণ করালেন দুর্ঘটনায় আহত হাসপাতালে ভর্তি শিশুটির কথা। তাঁদের মধ্যে অনেকেই প্রশ্ন তোলেন যখন দুর্ঘটনায় আহত হয়ে একটি শিশু হাসপাতালে ভর্তি তখন জেল মুক্তিতে এত আনন্দ কিসের।