অজি সফরে কি যাবেন শামি ? এল বড় আপডেট

0
4

অস্ট্রেলিয়া সফরে মহম্মদ শামির যাওয়া নিয়ে আরও বাড়ল ধোঁয়াশা। কারণ গতকালই ঘোষণা করা হয়েছে বিজয় ট্রফির জন্য বাংলার দল। আর সেই দলে রয়েছেন শামি। আর এতেই শামির অস্ট্রেলিয়া সফরে যাওয়া নিয়ে শুরু হয়েছে ধোঁয়াশা।

মনে করা হচ্ছিল অজিদের বিরুদ্ধে শেষ দুই টেস্টে ভারতের জার্সি গায়ে দেখা যাবে শামিকে। কিন্তু বিজয় হাজারে ট্রফিতে শামির নাম দেখে সেই আশা হয়েছে ক্ষীণ। কারণ বিজয় হাজারে ট্রফি শুরু ২১ ডিসেম্বর। চলবে ১৮ জানুয়ারি পর্যন্ত। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভারতের চতুর্থ টেস্ট শুরু ২৬ ডিসেম্বর। শেষ টেস্ট শুরু হবে ৩ জানুয়ারি থেকে। বিজয় হাজারের গ্রুপ পর্বই শেষ হচ্ছে ৫ জানুয়ারি। অর্থাৎ, গ্রুপ পর্ব পুরোটা খেললে শামির আর অস্ট্রেলিয়ায় খেলা হচ্ছে না।

মাঝে শোনা যায় শামির অস্ট্রেলিয়া সফরে যাওয়া সময়ের অপেক্ষা কিট ইতিমধ্যে পৌঁছে গিয়েছে অস্ট্রেলিয়ায়। শুধু এনসিএ থেকে ফিটনেসে পাশ করলেই অস্ট্রেলিয়ায় উড়ে যাবেন শামি।

দীর্ঘদিনের চোট কাটিয়ে মাঠে ফিরেছেন শামি। রঞ্জিট্রফি, মুস্তাক আলিতে ব্যাট-বলে দাপট দেখিয়েছেন তিনি। এরপর ক্রিকেটপ্রেমীরা জোর আওয়াজ তোলে শামিকে অস্ট্রেলিয়া সফরে পাঠানো নিয়ে। তবে সূত্রের খবর, এই মুহুর্তে ফের এনসিএতে রিহ্যাবে আছেন শামি।

আরও পড়ুন- গাব্বায় ব.র্ণবিদ্বেষী মন্তব্যের শি.কার বুমরাহ, ভাইরাল ভিডিও