মামলায় নাক গলানো! আরজিকর নির্যাতিতার পরিবারের মামলা ছাড়লেন বৃন্দা গ্রোভার

0
3

আর জি কর মামলায় বিচার পাওয়ার থেকে নাক গলায় বেশি আগ্রহী কোন এক পক্ষ। যার প্রতিক্রিয়া হিসাবে নির্যাতিতার পরিবারের পক্ষে মামলা ছাড়লেন দেশের স্বনামধন্য আইনজীবী বৃন্দা গ্রোভার (Vrinda Grover)। বুধবার তাঁর চেম্বারের তরফ থেকে বিবৃতি দিয়ে এ কথা জানানো হয়েছে।

আরজি করের নির্যাতিতার পরিবারের পক্ষে এই নিয়ে দ্বিতীয়বার আইনজীবী বদল হল। এর আগে সিপিএম সাংসদ বিকাশ রঞ্জন ভট্টাচার্য (Bikash Bhattacharya) নির্যাতিতার পরিবারের পক্ষে মামলা লড়ছিলেন। তিনি মামলা ছাড়ার পরে সেপ্টেম্বর মাসে এই মামলা গ্রহণ করেন আইনজীবী বৃন্দা গ্রোভার।

মঙ্গলবার আরজিকর মামলার সুপ্রিম কোর্টের (Supreme Court) শুনানিতে বৃন্দা গ্রোভার সিবিআই-এর (CBI) তদন্তে আস্থা প্রকাশ করে জানিয়েছিলেন আগামী সপ্তাহেই সিবিআই এর সাক্ষ্য গ্রহণ সম্পন্ন হবে। তারপরেই বুধবার তাঁর এই মামলা থেকে সরে আসা জল্পনা তৈরি করেছে। আইনজীবীর চেম্বারের তরফে বিবৃতিতে বলা হয়েছে আইনজীবীরা আইন, তথ্য প্রমাণ ও নীতির ভিত্তিতে লড়াই করেন। এই পরিস্থিতিতে এই মামলায় কিছু নাক গলানো (intervening factors) এবং পারিপার্শ্বিক পরিস্থিতির (circumstances) কারণে মামলা থেকে সরে দাঁড়াচ্ছেন বৃন্দা গ্রোভার ও তাঁর সহকারীরা।