ফের কেন্দ্রীয় সংস্থার স্বীকৃতি। পূর্ব ভারতে কলকাতা মেডিক্যাল কলেজ ও হাসপাতালকে ‘সেরা’র তকমা দিল কেন্দ্রীয় সংস্থা আইসিএমআর (দ্য ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চ)। রাজ্য সরকারি এই হাসপাতালটিকে স্বীকৃতি দিয়েছে তারা। এই স্বীকৃতির ভিত্তিতে আইসিএমআর কলকাতা মেডিক্যাল কলেজকে ১.২৫ কোটি টাকার অনুদান দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। গত বছরের গবেষণার কাজের জন্যই আইসিএমআর কলকাতা মেডিক্যাল কলেজকে এই স্বীকৃতি দিয়েছে। মোট কতগুলি গবেষণাপত্র প্রকাশিত হয়েছে, কোথায় সেগুলি প্রকাশিত হয়েছে এবং কত জন চিকিৎসক গবেষণায় অংশগ্রহণ করেছেন, এই সব কিছুর ভিত্তিতে বিবেচনা করা হয়েছে। সারা ভারতে কলকাতা মেডিক্যাল কলেজ ৭০ শতাংশ নম্বর পেয়েছে যেটা এই রাজ্যে ও গোটা পূর্ব ভারতে প্রথম।
মেডিক্যাল কলেজ সূত্রে খবর, গবেষণায় ভাল ফলাফলের জন্য ১ কোটি ২৫ লক্ষ টাকা অনুদান দেওয়া কথা বলা হয়েছে। শুধু তাই নয়, কলকাতা মেডিক্যাল কলেজে গবেষণার কাজের জন্য ১০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। এই গবেষণা কলকাতা মেজিক্যাল এবং আইসিএমআর যৌথ ভাবে করবে বলেই জানানো হয়েছে। এই মর্মে কলকাতা মেডিক্যালের সুপার জানান ভাল গবেষণা করার ফলে এই স্বীকৃতি। আগামী দিনে আরও ভাল করে কাজ করতে হবে।








































































































































