আগরপাড়ায় পুলিশের গাড়ির সঙ্গে স্কুল বাসের সংঘর্ষ, আহত ১৫

0
2

মঙ্গলের দুপুরে বিটি রোডে (BT Road) পুলিশের গাড়ির সঙ্গে স্কুল বাসের সংঘর্ষ। আগরপাড়ায় একটি বেসরকারি স্কুলের বাস নিয়ন্ত্রণ হারিয়ে পুলিশের গাড়িতে ধাক্কা মারলে ১২ জন পুলিশ কর্মী এবং ৩ জন স্কুলকর্মী আহত হয়েছেন বলে খবর। দ্রুত তাঁদের চিকিৎসার জন্য স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। পুলিশের গাড়ির চালক জানিয়েছেন, স্কুল বাস অত্যন্ত দ্রুতগতিতে আসার কারণে তার সঙ্গে সংঘর্ষ হয়। বাসের সামনের অংশ দুমড়ে মুচড়ে গেছে। ঘটনার জেরে অফিস টাইমে বি টি রোডে যানজটের সৃষ্টি হয়। দুর্ঘটনাগ্রস্থ বাসটিকে অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে।