রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার নতুন গভর্নর হচ্ছেন সঞ্জয় মলহোত্রা। তার মেয়াদ হবে আগামী ৩ বছরের জন্য। তিনি বর্তমান আরবিআই গভর্নর শক্তিকান্ত দাসের স্থলাভিষিক্ত হবেন।
আরবিআই সূত্রে জানা গিয়েছে, বর্তমান আরবিআই গভর্নর শক্তিকান্ত দাসের কার্যকালের মেয়াদ শেষ হচ্ছে আগামী ১০ ডিসেম্বর । নতুন দায়িত্বে সঞ্জয় মলহোত্রা।
প্রসঙ্গত, ২০২২ সাল থেকে আর্থিক পরিষেবা বিভাগের সচিব সঞ্জয় মলহোত্রাকে কেন্দ্রের পক্ষ থেকে রিজার্ভ ব্যাঙ্কের পরিচালক হিসাবে মনোনীত করা হয়েছে। এখন দেখার তার দেখানো পথে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া কতটা অগ্রসর হয়।







































































































































