তৃণমূল কংগ্রেসে ফিরলেন প্রবীর ঘোষাল (Prabir Ghoshal)। মুখ্যমন্ত্রী সোমবার বিধানসভায় জানিয়ে দিয়েছেন, আবার তাঁকে কাজ করতে বলা হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) জানিয়েছে, ওঁকে কাজ করার অনুরোধ করা হয়েছিল, সেই আবেদনে সাড়া দিয়ে প্রবীর ঘোষাল এসেছেন। প্রবীর ঘোষাল দীর্ঘদিনের সাংবাদিক। উনি আমাদের হয়ে লেখেন। বিধায়কও ছিলেন দীর্ঘদিন। এদিন উত্তরপাড়ার প্রাক্তন তৃণমূল বিধায়ক বিধানসভায় দলনেত্রীকে প্রণামও করেন।

২০২১ সালের বিধানসভা নির্বাচনের আগে তৃণমূল ছেড়েছিলেন প্রবীর। যোগ দিয়েছিলেন বিজেপিতে। বিজেপির হয়ে লড়াই করেছিলেন উত্তরপাড়া বিধানসভা কেন্দ্র থেকেই। কিন্তু তৃণমূলের কাছে পরাজিত হয়েছিলেন। ফের ঘাসফুল শিবিরেই ফিরে এলেন প্রবীর।








































































































































