দেশের প্রধানমন্ত্রীকে হুমকিতে চাঞ্চল্য। নরেন্দ্র মোদিকে (Narendra Modi) খুনের হুমকি মুম্বই পুলিশের (Mumbai Police) কাছে এসে পৌঁছানোর ঘটনায় দ্রুত তদন্তে নামে মুম্বই পুলিশ। সম্প্রতি বলিউডের অভিনেতা থেকে রাজনীতিকদের একাধিক খুনের হুমকি এসেছে মুম্বই পুলিশের সাইবার ক্রাইম শাখার হাতে। অত্যন্ত দ্রুততায় বাণিজ্য নগরীর পুলিশ সেই সব হুমকির কিনারাও করেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ক্ষেত্রেও তার ব্যতিক্রম হয়নি।


মুম্বই পুলিশের কাছে শনিবার হোয়াটসঅ্যাপ (Whatsapp) নম্বরে একটি হুমকি বার্তা এসে পৌছায়। যেখানে উল্লেখ করা হয় আইএসআই (ISI) নরেন্দ্র মোদির উপর প্রাণঘাতি বোমা হামলা করতে চলেছে। তদন্তে উঠে এসেছে হোয়াটসঅ্যাপটি এসেছিল রাজস্থানের (Rajasthan) আজমের লোকেশন (location) থেকে। পরে প্রাপককে জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানতে পারে তিনি মানসিকভাবে ভারসাম্যহীন অথবা নেশার ঘোরে এই কাজ করেছে। তবে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়াও শুরু করেছে পুলিশ।









































































































































