শীতের ইনিংসে পশ্চিমী ঝঞ্ঝা বাধা দেওয়ায় ডিসেম্বরেও জাঁকিয়ে ঠান্ডা পড়লো না। তবে আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Department) জানিয়েছে, কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আগামী তিন দিনে তাপমাত্রা আরও দুই থেকে তিন ডিগ্রি কমতে পারে। উত্তরে তুষারপাত ও বৃষ্টির সম্ভাবনা থাকলেও দক্ষিণবঙ্গে আগামী রবিবার থেকেই তাপমাত্রা ঊর্ধ্বমুখী হতে পারে।

হাওয়া অফিস বলছে, আজ থেকে সোমবার পর্যন্ত হালকা বৃষ্টি হতে পারে দার্জিলিং এবং কালিম্পঙে। এ ছাড়া, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারেও বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। সোমবার বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের আট জেলায়।পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে সিকিমে তুষারপাতের পূর্বাভাস রয়েছে। তার প্রভাব পড়তে পারে সিকিম সংলগ্ন দার্জিলিংয়ের উঁচু পার্বত্য এলাকা সান্দাকফু, টুমলিং-এর মতো এলাকায়। শনিবার কলকাতায় মূলত পরিষ্কার আকাশ। দিন রাতের তাপমাত্রা খুব একটা হেরফের হবে না। শনিবার সকালে শহরের (Kolkata Temperature) সর্বনিম্ন তাপমাত্রা ১৬.৫ ডিগ্রি সেলসিয়াস।








































































































































