একমুখী কাজে কখনই আটকে থাকেন না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। দক্ষ হাতে রাজনীতি সামলানোর পাশাপাশি কবিতা লেখা, ছবি আঁকা, আবৃত্তি সবেতেই পারদর্শী তিনি। একইসঙ্গে এই বয়সে এসেও শারীরিকভাবে ফিট রাজ্যের প্রশাসনিক প্রধান। কিন্তু এর পেছনে চাবিকাঠি কী? নিউজ ১৮- এর বাংলার বিশেষ সাক্ষাৎকারে নিজে জানালেন সেই কথা।

মুখ্যমন্ত্রী এদিন বলেন, সুস্থ থাকতে গেলে হাঁটতে হবে। সেই সঙ্গে অবশ্যই খাওয়া-দাওয়ার বিষয়েও নজর দিতে হবে। তিনি রোজ যে নিয়ম করে হাঁটেন এই কথা অজানা নয় কারোর। তাই নিজের ফিট (fit) থাকার মূলমন্ত্রই এদিন জনসমক্ষে বিলিয়ে দেন তিনি। বলেন, আমি না হাঁটলে অস্বস্তি হয়। হাঁটলে আমার মন ভালো থাকে। আমি বেশি পরিশ্রম করতে পারি। হাঁটতে হাঁটতে সব কাজ করতে পারি। লেখা, গান আমি সমস্ত কিছু হাঁটতে হাঁটতে করি।
খাদ্যাভ্যাসের (food habit) কথা জানিয়ে তিনি বলেন, বিগত প্রায় ২০ বছর ধরে ভাত রুটি প্রায় কিছুই খান না। এমনকি উচ্ছের রস খাওয়ারও পরামর্শ দেন মুখ্যমন্ত্রী। তবে শুধু রুক্ষ, কঠোর দলনেত্রী নন বরং বাড়ি ফিরে অবসর সময়ে সিরিয়াল দেখেন তিনি। মুখ্যমন্ত্রী জানান, রাতে বাড়ি ফিরে টিভিতে বেশ কিছু সিরিয়াল (serial) দেখেন তিনি। অনুষ্ঠানে উপস্থিত থাকা ইন্দ্রনীল সেনগুপ্ত জানান, রাতের বেলাতেও ফোন করে মুখ্যমন্ত্রী সুর বাঁধেন, গান তৈরি করেন। এমনকি তিনি কোন গানের লাইন বা সুর ভুলে গেলে মুখ্যমন্ত্রী অবিলম্বে তা সংশোধন করে দেন। সারাদিনের কঠোর রাজনীতি, দক্ষ হাতে রাজ্যকে সামলানোর পর নিজেকে ফিট এবং চাঙ্গা রাখার এটাই যে মূল মন্ত্র তা এদিন সেই কথাই আবার জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।









































































































































