গ্রেফতার বলিউড অভিনেত্রী নার্গিস ফকরির (Nargis Fakhri) বোন আলিয়া ফকরি (Aliya Fakhri)। প্রাক্তন প্রেমিক ও তাঁর বান্ধবীকে জীবন্ত পুড়িয়ে মারার অভিযোগ রয়েছে নায়িকার বোনের বিরুদ্ধে। ৪৩ বছরের আলিয়া জন্ম থেকেই বিদেশে থাকেন। তিনি আমেরিকার কুইনস এলাকার বাসিন্দা। অভিযোগ তাঁর প্রাক্তন প্রেমিকের এডওয়ার্ড জেকবস (Edward Jacobs)ও তাঁর বান্ধবী অ্যানাস্টাশিয়া স্টার ইটেইন একটি গ্যারেজে থাকার সময় সেখানে আগুন ধরিয়ে দেওয়া হয়। বেরোনোর কোন রাস্তা না থাকায় ঘটনাস্থলেই অগ্নিদগ্ধ হয়ে মারা যান দু’জন। এরপরই আলিয়াকে গ্রেফতার করেছে পুলিশ।

স্থানীয় সূত্রে জানা যায় এই ঘটনাটি যেখানে ঘটে সেখানকার অনেক প্রত্যক্ষদর্শী নার্গিসের বোনের বিরুদ্ধে সাক্ষী দিয়েছেন। কেউ কেউ বলছেন, এর আগেও আলিয়া একাধিকবার প্রাক্তন প্রেমিককে প্রাণে মেরে ফেলার হুমকি দিয়েছিলেন। জেকবসের মা বলছেন, সম্পর্ক শেষ হওয়ার পরও নানা অজুহাতে জেকবের সঙ্গে দেখা করার চেষ্টা করতেন আলিয়া। চিনতে তার ছেলে তাঁকে পাত্তা না দেওয়ায় প্রতিহিংসার কারণেই এই কাণ্ড ঘটানো হয়েছে। যদিও অভিযুক্তের মায়ের দাবি, ইচ্ছাকৃতভাবে আলিয়াকে ফাঁসানো হয়েছে। বলিউড অভিনেত্রীর বোন জামিনের আবেদন করলেও তা মঞ্জুর হয়নি বলেই স্থানীয় পুলিশ সূত্রে জানা গেছে।




 
 
 
 


































































































































