দ্বিতীয় টেস্টের আগে প্রস্তুতি ম্যাচে জয় ভারতের, মাঠে ফিরেই ব্যাট হাতে দাপট শুভমনের

0
4

অ্যাডিলেডে দ্বিতীয় টেস্টের আগে প্রস্তুতি ম্যাচে জয় পেল ভারতীয় দল। এদিন অস্ট্রেলিয়া প্রধানমন্ত্রী একাদশের বিরুদ্ধে একটি ৫০ ওভারের প্রস্তুতি ম্যাচ খেলেন রোহিত শর্মারা। আর সেই ম্যাচে ৬ উইকেটে জিতল টিম ইন্ডিয়া। চোট সারিয়ে এই ম্যাচে ফিরে ব্যাট হাতে দাপট শুভমন গিলের। করলেন অর্ধশতরান। এই ম্যাচে খেলেননি বিরাট কোহলি-যশপ্রীত বুমরাহরা।

ম্যাচে এদিন প্রথমে ব্যাট করতে ২৪০ রান করে অস্ট্রেলিয়া প্রধানমন্ত্রী একাদশ। প্রধানমন্ত্রী একাদশের হয়ে শতরান করেন স্যাম কনস্টাস। ৬১ রান করেন হান্নো জাকোবস। অপরদিকে বল হাতে দাপট দেখান ভারতের হর্ষিত রানা। ৪ উইকেট নেন তিনি। ২ উইকেট নেন আকাশ দীপ। ১ টি করে উইকেট নেন মহম্মদ সিরাজ, প্রসিদ্ধ কৃষ্ণা , ওয়াশিংটন সুন্দর এবং রবীন্দ্র জাদেজা।

জবাবে ব্যাট করতে নেমে জয় তুলে নেয় টিম ইন্ডিয়া। ব্যাট হাতে দাপট দেখান শুভমন গিল। ৫০ রান করেন তিনি। ৪৫ রান করেন যশস্বী জসওয়াল। ৪২ রান করেন নীতিশ রেড্ডি। ৪২ রান করেন ওয়াশিংটন সুন্দর। তবে এদিন দলে ফিরে রান পেলেন না রোহিত শর্মা। ৩ রান করেন তিনি।

আরও পড়ুন- প্রস্তুতি ম্যাচে সরফরাজকে ঘুসি রোহিতের, ভাইরাল সোশ্যাল মিডিয়ায়