বিলম্বিত বোধদয়! গ্রামীণ সড়ক যোজনায় অবশেষে স্বল্প বরাদ্দ ধার্য কেন্দ্রের

0
2

আবাস যোজনা, একশো দিনের কাজে কেন্দ্রীয় বঞ্চনা এখনও অব্যহত। এরই মধ্যে দু’বছর পর গ্রামীণ সড়ক যোজনা প্রকল্পে কেন্দ্রীয় সহায়তা পেতে চলেছে রাজ্য। তবে তার পরিমাণ প্রয়োজনের তুলনায় যথেষ্ট নয়। প্রশাসনিক সূত্রে খবর, রাজ্যের জন্য ১ হাজার ৪০০ কোটি টাকা বরাদ্দ ধার্য হয়েছে। গ্রামাঞ্চলে নতুন ৫ হাজার কিলোমিটার রাস্তা তৈরির জন্য গ্রামীণ সড়ক যোজনায় বরাদ্দ চেয়ে কেন্দ্রীয় সরকারের কাছে আবেদন জানানো হয়েছিল। তার মধ্যে প্রায় ৩ হাজার কিলোমটার রাস্তার প্রস্তাব মঞ্জুর হয়েছে।

এর আগে ২০২২ সালের নভেম্বর মাসে শেষবার ওই প্রকল্পের রাজ্যকে ৩৪৩ কোটি টাকা বরাদ্দ করেছিল কেন্দ্র। উল্লেখ্য গ্রামীণ সড়ক যোজনা প্রকল্পে ৬০ শতাংশ টাকা দেয় কেন্দ্র। বাকি ৪০ শতাংশ রাজ্যকে বহন করতে হয়।

আরও পড়ুন- গোষ্ঠীকোন্দলে জেরবার! ত্রুটি শুধরে আদৌ ঘুরে দাঁড়াতে পারবে কংগ্রেস? প্রশ্ন ওয়ার্কিং কমিটির বৈঠকে