শনিবার সন্ধ্যার মধ্যে আছড়ে পড়বে ঘূর্ণিঝড় ফেনজল (cyclone Fengal)। গত ২৪ ঘণ্টা ধরেই তার প্রভাব টের পাচ্ছে তামিলনাড়ু (Tamilnadu) ও অন্ধ্রপ্রদেশ (Andhrapradesh)। যত উপকূলের কাছে আসছে ফেনজল তত বাড়ছে বৃষ্টির প্রকোপ। ল্যান্ডফলের (landfall) সময় ঘূর্ণিঝড়ের গতি খুব বেশি না থাকলেও ইতিমধ্যেই জমা জল ও উপড়ানো গাছে বিপর্যস্ত চেন্নাই (Chennai) শহর। ঘূর্ণিঝড় প্রতিরোধে যাবতীয় প্রস্তুতি খতিয়ে দেখতে বৈঠক তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিনের (M K Stalin)।

দিল্লির আবহাওয়া দফতরের তথ্য অনুযায়ী তামিলনাড়ুর পন্ডিচেরির (Pudduchery) কাছে কারাইকাল ও মহাবলিপুরমের মাঝে ল্যান্ডফল করবে ফেনজল। এই পরিস্থিতিতে গত ২৪ ঘণ্টায় ব্যাপক বৃষ্টির মুখোমুখি উত্তর তামিলনাড়ু ও অন্ধ্রপ্রদেশের দক্ষিণের জেলাগুলি। আগামী চব্বিশ ঘণ্টায় বৃষ্টি বেড়ে এই এলাকার নিচু সৈকত এলাকা জলমগ্ন হওয়ার সতর্কবার্তা আবহাওয়া দফতরের। ইতিমধ্যেই জলমগ্ন চেন্নাই (Chennai) শহর। সন্ধ্যা ৭টা পর্যন্ত সমস্ত উড়ান বাতিল করা হয়েছে। ঘুরিয়ে দেওয়া হয়েছে চেন্নাইমুখি বেশ কিছু বিমান যাত্রাপথ। সমুদ্রে সব ধরনের নৌ চলাচলও বন্ধ রবিবার পর্যন্ত। বিপর্যস্ত লোকাল ট্রেন চলাচল। চেন্নাই ডিভিশনে সংখ্যায় কম ট্রেন চলছে।

এই পরিস্থিতিতে তামিলনাড়ু কতটা প্রস্তুত বিপর্যয়ের মোকাবিলায়, নিজে তদ্বির করলেন মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন (M K Stalin)। স্টেট এমার্জেন্সি অপারেশন সেন্টারে বসে তিনি কাঞ্চিপুরম, তিরুভাল্লুর, রানিপেট, চেঙ্গালপট্টু জেলার জেলাশাসকদের সঙ্গে ভিডিও কলে কথা বলেন। গোটা রাজ্যে ১৮টি এসডিআরএফের (SDRF) দল প্রস্তুত রয়েছে পরিস্থিতির মোকাবিলায়, যার মধ্যে তিনটি দল রয়েছে চেন্নাই (Chennai) শহরে। এছাড়াও বিভিন্ন এলাকা থেকে ত্রাণ শিবিরে উদ্ধার করে নিয়ে আসা বাসিন্দাদের সঙ্গেও তিনি কথা বলেন।









































































































































