বাংলাদেশে আক্রান্ত সংখ্যালঘুরা, নিরাপত্তা কামনায় বিশ্বেজুড়ে শান্তিপ্রার্থনা-কীর্তনের ডাক ইসকনের

0
2

বাংলাদেশে আক্রান্ত সংখ্যালঘুরা। দেশজুড়ে নিন্দার ঝড়। দেশদ্রোহিতার অভিযোগে বাংলাদেশে (Bangladesh) গ্রেফতার সাধু চিন্ময় কৃষ্ণদাস। এবার বাংলাদেশে ধর্মীয় সংখ্যালঘুদের নিরাপত্তা কামনায় রবিবার সারাবিশ্বে শান্তিপ্রার্থনা ও কীর্তনের আয়োজন করছে ইসকন।

বাংলাদেশে শে‌খ হাসিনার (Shekh Hasina) সরকারের পতন ও ইউনূসের কেয়ার টেকার সরকার ক্ষমতায় আসার পর থেকেই সে দেশে সংখ্যালঘুদের উপর অত্যাচারের অভিযোগ উঠছে। সেই অত্যাচারের প্রতিবাদ করাতেই ইসকনের প্রাক্তন সদস্য চিন্ময়কৃষ্ণ দাসকে দেশদ্রোহিতার অভিযোগে গ্রেফতার করা হয়েছে। খারিজ হয়েছে জামিনের আবেদন। এর পর থেকে আরও জোরাল হয়েছে প্রতিবাদ। পুলিশের (Police) সঙ্গে সংঘর্ষে এক আইনজীবীর মৃত্যু হয়েছে। অভিযোগ, দমন আরও বাড়িয়ে ইউনূস সরকার। চিন্ময়-সহ ইনসকনের সঙ্গে জড়িত ১৭ জনের ব্যাঙ্ক অ্যাকাউন্ট এক মাসের জন্য ‘ফ্রিজ’ করেছে ইউনূস সরকার। বাংলাদেশি সংবাদপত্রের খবর অনুযায়ী, ইসকনের সঙ্গে যোগ থাকায় সে দেশের বিজিসি ট্রাস্ট বিশ্ববিদ্যালয়ের এক পড়ুয়াকে সাসপেন্ড করা হয়েছে।

আরও খবর: জাল পাসপোর্ট-সহ কলকাতা থেকে গ্রেফতার বাংলাদেশের নেতা!

এই পরিস্থিতিতে বাংলাদেশে (Bangladesh) সংখ্যালঘুদের নিরাপত্তার জন্য বিশ্বজুড়ে শান্তিপ্রার্থনা ও কীর্তনের আয়োজন করছে ইসকন। ভারত, বাংলাদেশ-সহ এশিয়া, ইউরোপ, আমেরিকা, দক্ষিণ আমেরিকা, আফ্রিকার যে যে প্রান্তে ইসকনের মন্দির রয়েছে সেখানে কীর্তন করা হবে। নিকটবর্তী ইসকন মন্দিরে শান্তিপ্রার্থনায় শামিল হওয়ার জন্য ভক্তদের ইসকনের তরফে আহ্বান জানানো হয়েছে।