বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুদের উপর অত্যাচারের খবর যখন শিরোনামে, তখন শহর কলকাতা (Kolkata) থেকে জাল পাসপোর্ট-সহ বাংলাদেশের এক বাসিন্দাকে গ্রেফতার করল পুলিশ। সূত্রের খবর ধৃত সেলিম মাতব্বর নিজেকে বাংলাদেশের বিএনপি নেতা (BNP Leader) হিসেবে দাবি করেছেন। আজ তাঁকে আদালতে তোলা হবে।

কলকাতা পুলিশ (Kolkata Police) সূত্রে জানা যায় শুক্রবার রাতে পার্কস্ট্রিটের একটি হোটেলে অভিযান চালানো হয়। খবর ছিল সেখানে জাল পাসপোর্ট নিয়ে কিছু অনুপ্রবেশকারী রয়েছেন। হাতেনাতে পাকড়াও করা হয় বাংলাদেশের মাদারিপুরের (Madaripur, Bangladesh) ওই বাসিন্দাকে। পুলিশের কাছে ধৃত ব্যক্তি জানিয়েছেন যে বছর দুয়েক আগে আওয়ামী লীগের হাত থেকে বাঁচতে নাকি তিনি পশ্চিমবঙ্গে চলে আসেন। টাকা দিয়ে অনায়াসে ভুয়ো পাসপোর্ট এবং আধার কার্ড বানিয়ে ওই বাংলাদেশের বাসিন্দা যেভাবে কলকাতায় থাকছিলেন তাতে নিরাপত্তা সংক্রান্ত বিষয় নিয়ে কিছুটা হলেও উদ্বেগ বাড়ছে কলকাতা পুলিশের অন্দরে। পাশাপাশি গত দুবছর ধরে কোথায় কোথায় সেলিম থেকেছেন বা জাল পরিচয় তৈরি করতে কারা সাহায্য করেছেন তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।








































































































































