রাজ্যের আরও পাঁচ লক্ষ মহিলা লক্ষ্মীর ভান্ডারের আওতায়, বিধানসভায় ঘোষণা শশী পাঁজার

0
2

বিধানসভার শীতকালীন অধিবেশনে বাংলার সবচেয়ে জনপ্রিয় প্রকল্প লক্ষ্মীর ভান্ডার (Lakshmir Bhandar) নিয়ে বড় ঘোষণা করল রাজ্য সরকার। শুক্রবার এই ঘোষণা করেছেন রাজ্যের নারী ও শিশু কল্যাণ মন্ত্রী শশী পাঁজা। তিনি জানিয়েছেন, এ রাজ্যের আরও পাঁচ লক্ষ মহিলা ডিসেম্বর থেকে লক্ষ্মীর ভান্ডারের টাকা পাবেন।

পাথরপ্রতিমার তৃণমূল বিধায়ক সমীর জানার প্রশ্নের জবাবে তিনি জানিয়েছেন, চলতি বছর জুন মাস পর্যন্ত রাজ্যে কত জন মহিলা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সুবিধা পেয়েছেন। এই সুবিধা দিতে রাজ্য সরকারের কত খরচ হয়েছে, সে কথাও জানিয়েছেন ।

শুক্রবার শশী পাঁজা জানিয়েছেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে নতুন করে আরও ৫ লক্ষ ৭ হাজার ২ জন মহিলার নাম অন্তর্ভুক্ত করা হবে। প্রসঙ্গত, ২০২১ সালে বিধানসভা ভোটের আগে চালু হয়েছিল বর্তমানে বাংলার সবচেয়ে জনপ্রিয় প্রকল্পটি। এরপর চলতি বছরে লোকসভা ভোটের আগে এই প্রকল্পে আর্থিক বরাদ্দ বাড়িয়েছিল রাজ্য সরকার।এই প্রকল্পে রাজ্যের ২৫ থেকে ৬০ বছর বয়সি মহিলারা রাজ্য সরকারের কাছে থেকে আর্থিক সহায়তা পান। রাজ্যে বসবাসকারী যে কোনও পরিবারের মহিলা সদস্য এই সুবিধা পেতে পারেন।
মন্ত্রী শশী বলেছেন, রাজ‍্যে ২ কোটি ১৫ লক্ষ ৮৮ হাজার ৭৭৫ জন মহিলা লক্ষ্মীর ভান্ডারের সুবিধা পেয়েছেন ২০২৪ সালের ৩০ জুন পর্যন্ত। সেইসঙ্গে তিনি জানিয়েছেন, সেই মহিলাদের অনুদান দিতে ১৩,৫২৩.৮৮ কোটি টাকা খরচ হয়েছে রাজ্য সরকারের।

3.
4.
5.
6.
7.
8.
9.
10.