ওয়াকফ বিলের বিরোধিতায় সরব হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার বিধানসভায় তিনি বলেন, কেন্দ্রীয় আইন ওয়াকক ধ্বংস করছে। ওয়াকফ সংশোধনী বিলের নামে বুলডোজার চালাচ্ছে কেন্দ্রীয় সরকার। তিনি এদিন বাংলাদেশের ইসকন প্রধানের গ্রেফতারি নিয়েও চড়া সুরে তোপ দাগেন।

মুখ্যমন্ত্রী বলেন, রাজ্যের সঙ্গে আলোচনা ছাড়াই ওয়াকফ বিল তৈরি করা হয়েছে। এই বিল যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামোর বিরোধী। নয়া বিলে মুসলিমদের অধিকার খর্ব করা হয়েছে। কেন্দ্র ওয়াকফ ধ্বংস করতে এই বিল এনেছে। ধর্মের নামে এই রাজনীতি বরদাস্ত করা হবে না। বুলডোজার চালিয়ে কাউকে উচ্ছেদ করা যাবে না।
এদিন ট্যাব জালিয়াতি নিয়েও চড়া সুরে বিবৃতি দেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, হ্যাকার চক্র ট্যাবের টাকা গায়েব করেছে। এই জালিয়াতি রুখতে আমরা অ্যাপ তৈরি করেছি। ট্যাব জালিয়াতি বরদাস্ত নয়। এর পিছনে রয়েছে জামতাড়া গ্যাং।

বাংলাদেশে হিন্দু নিপীড়ন ইস্যুতেও তিনি এদিন সরব হন। মুখ্যমন্ত্রী জানান, এটি অন্য দেশের বিষয়। কেন্দ্রের সিদ্ধান্তের সঙ্গে আমরা সহমত। এ ব্যাপারে আলাদাভাবে কোনও অবস্থান নিচ্ছে না বাংলার সরকার। কেন্দ্রের পাশে থেকে এ বিষয়ে সম্পূর্ণ সহযোগিতার বার্তা দেন মুখ্যমন্ত্রী। বৃহস্পতিবার বিধানসভায় দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, আমারদের সরকারের নীতি হল, অন্য দেশের ব্যাপার হলে আমরা কেন্দ্র সরকারের সঙ্গে থাকব। একযোগে তার মোকাবিলা করব। যদি কোনও ধর্মের মানুষের উপর অত্যাচার হয়, আমরা তার তীব্র নিন্দা করি। কোনও ধর্মের মানুষের উপর অত্যাচার হলে আমরা তা সমর্থন করিনি। এ ব্যাপারে আমি এখানকার ইসকন প্রধানের সঙ্গে কথা বলেছি।
আরও পড়ুন- সংবিধান হাতে ধরে সংসদে সাংসদ হিসাবে শপথগ্রহণ প্রিয়াঙ্কা গান্ধীর







































































































































