দরকার ছিল আর একটি গোলের। অলিম্পিক স্টেডিয়ামে সেটি হতে সময় লাগল মাত্র ১০ মিনিট। পেনাল্টি থেকে গোল করেই চ্যাম্পিয়নস লিগে গোলদাতাদের সবচেয়ে অভিজাত ক্লাবে নাম লেখালেন রবার্ট লেভানডফস্কি। সেই তালিকায় আগেই ছিলেন এক পর্তুগিজ মহানায়ক, এক আর্জেন্টাইন কিংবদন্তি, এবার যোগ হলেন পোলিশ কিংবদন্তি লেভানডফস্কি। চ্যাম্পিয়নস লিগে অন্তত ১০০ গোলদাতাদের ক্লাব। ক্রিস্টিয়ানো রোনাল্ডো ও লিওনেল মেসিদের সেই ক্লাবে বুধবার রাতে নবতম সংযোজন হলেন লেভা।
সংযোজিত হয়েই লেভা অবশ্য থেমে থাকেননি, এক ধাপ এগিয়েছেন। ম্যাচের দ্বিতীয়ার্ধে অতিরিক্ত সময়ের দ্বিতীয় মিনিটে করেছেন আরও একটি গোল। লেভার দুটি গোলের মধ্যে ৬৬ মিনিটে গোল করেন দানি ওলমো। বার্সেলোনাও ফরাসি ক্লাব ব্রেস্তের বিপক্ষে তুলে নিয়েছে ৩-০ গোলের জয়। এই জয়ে ৫ ম্যাচে মোট ১২ পয়েন্ট নিয়ে ৩৬ দলের চ্যাম্পিয়নস লিগ টেবিলের দুইয়ে উঠে এল বার্সা।
জয়ের পর মুভিস্টার প্লাসকে লেভা বলেছেন, ‘খুব খুব খুশি লাগছে। চ্যাম্পিয়নস লিগে ১০১ গোল দারুণ একটি সংখ্যা। আমরা সব ম্যাচ জিততে চাই। দলকে সাহায্য করতে যদি গোল করতে পারি, খুব ভালো। আমরা মরসুমের শেষ পর্যন্ত সব ম্যাচ জিততে চাই।’
চ্যাম্পিয়নস লিগের ইতিহাসে ১৮৭ ম্যাচে সর্বোচ্চ ১৪১ গোল রোনাল্ডোর। ১৬৩ ম্যাচে ১২৯ গোল নিয়ে দুইয়ে মেসি। ১২৫ ম্যাচে ১০১ গোল নিয়ে তিনে লেভানডফস্কি।






































































































































