কে হবেন কেকেআরের অধিনায়ক ? মুখ খুললেন নাইট সিইও

0
2

গত দু’দিন জেড্ডায় ছিল ২০২৪ আইপিএল-এর মেগা নিলাম। সেখানে দশ ফ্রাঞ্চাইজি তাদের দল গুছিয়ে নিয়েছে। পিছিয়ে নেই কলকাতা নাইট রাইডার্সও। আইপিএলের নিলামের শেষ দিকে অজিঙ্ক রাহানেকে দেড় কোটি টাকা দিয়ে কেনে কলকাতা । অপরদিকে ভেঙ্কটেশ আইয়রকে ২৩ কোটি ৭৫ লক্ষ টাকা দিয়ে কিনেছে কেকেআর। এখন প্রশ্ন হচ্ছে কে হবেন নাইট রাইডার্সের অধিনায়ক? কারণ গতবারের অধিনায়ক শ্রেয়স আইয়রকে ছেড়ে দেয় কেকেআর। নিলামেও শ্রেয়সের জন্য ঝাঁপায়নি দল। আর প্রশ্ন ওঠে রাহানে বা ভেঙ্কটেশের মধ্যে কি হবে কেউ অধিনায়ক? আর এই নিয়ে এবার মুখ খুললেন কেকেআর সিইও ভেঙ্কি মাইসোর। জানালেন এখনও কিছু ঠিক হয়নি।

এই নিয়ে ভেঙ্কি মাইসোর বলেন, “ সত্যি বলতে এটা নিয়ে আমাদের ভাবতে হবে। নিলামে দল গোছানো হয়েছে। এবার পুরো বিষয়টা ভাবতে বসতে হবে। এই বিষয় নিয়ে অনেকের সঙ্গে আলোচনা করার আছে। সকলে এখানে নেই। সকলের সঙ্গে কথা বলে সিদ্ধান্ত নেওয়া হবে।“ এরপরই তিনি আরও জানান , “ পরিকল্পনা অনুযায়ীই দল গড়া হয়েছে। ২০১২ এবং ২০১৪ সালের পর ২০২৪ সালে আইপিএল জিতেছে কেকেআর। আগামী বছরও আইপিএল জয়ই লক্ষ্য আমাদের।“

এবারের নিলামে জনসন, এনরিখ নোর্টিজে, উমরান মালিকের মতো পেসারদের কিনেছে কেকেআর। সেই সঙ্গে রহমানুল্লা গুরবাজ, কুইন্টন ডি’কক, রভমান পাওয়েল, মইন আলির মতো ক্রিকেটারদের নিয়েছে শাহরুখ খানের নাইট রাইডার্স।

আরও পড়ুন- আইপিএল-এর নিলামের তালিকায় কনিষ্ঠতম ক্রিকেটার এখন কোটিপতি