সরাসরি ভারত বিরোধিতার পথ থেকে সরে এসেছেন জাস্টিন ট্রুডো (Justin Trudeau)। কিন্তু খালিস্তানিদের সমর্থনের পথ থেকে যে সরে আসেননি ফের বুঝিয়ে দিলেন কানাডার (Canada) প্রধানমন্ত্রী। সম্প্রতি ওট্টাওয়ার গোয়েন্দা বিভাগ দাবি করেছিল খালিস্তানি নেতা হারদীপ সিং নিজ্জর খুনে যোগ রয়েছে ভারতের প্রধানমন্ত্রী ও বিদেশ মন্ত্রীর। কানাডা প্রশাসন গোয়েন্দা বিভাগের সেই দাবি নস্যাৎ করেছিল। সেই প্রসঙ্গে ট্রুডোর দাবি গোয়েন্দা দফতরের তথ্য ফাঁস যারা করেছেন তাঁরা অপরাধী (criminal)।

ভারত বিরোধী খালিস্তানিদের মদত দেওয়া নিয়ে ভারত কানাডার সম্পর্ক দীর্ঘদিন ধরেই খারাপ হচ্ছে। তার মধ্যে কানাডার গোয়েন্দা বিভাগের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi) ও বিদেশমন্ত্রী এস জয়শংকরকে (S Jaishankar) খুনে অভিযুক্ত হিসেবে দাবি করায় সম্পর্কের পারদ আরো চড়ে। এবার সেই আসরে নামলেন সরাসরি প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো (Justin Trudeau)। গোয়েন্দা বিভাগের দাবীকে তিনি অস্বীকার করলেন না। তবে গোয়েন্দাদের তথ্য ফাঁস করাকে অপরাধ বলে দাবি করলেন।

শনিবার একটি অনুষ্ঠানে ট্রুডোকে প্রশ্ন করা হয় ওট্টাওয়া গোয়েন্দা বিভাগ যে দাবি করেছে নিজ্জর খুনে মোদি ও জয়শঙ্করের যুক্ত থাকার তার সত্যতা কতটা, দুদেশের মধ্যে সম্পর্কই বা কেমন। উত্তরের ট্রুডোর দাবি গোয়েন্দা রিপোর্ট যারা ফাঁস করছে তারা অপরাধী। গোয়েন্দা রিপোর্ট ফাঁস হওয়ার কারণে ভুল তথ্যও ছড়াচ্ছে। এই অভিযোগে ইতিমধ্যেই জাতীয় স্তরের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। সংবাদ মাধ্যমের কাছে যাঁরা তথ্য ফাঁস করেন তাঁরা অপরাধী। ভারতের প্রধানমন্ত্রীকে খুনে অপরাধী দাবি প্রসঙ্গে ট্রুডোর দাবি, তাঁর প্রথম ও প্রধান কাজ কানাডার বাসিন্দাদের নিরাপত্তা নিশ্চিত করা।








































































































































