আরজি করের একের পর এক ঘটনার পর এবার নড়েচড়ে বসল কলকাতা পুলিশ। রীতিমতো কোমর বেঁধে নেমে পড়ল তারা। কলকাতা পুলিশের এলাকায় অস্বাভাবিক মৃত্যুর ময়নাতদন্ত করতে গেলে এখন থেকে বাধ্যতামূলক হচ্ছে চালান।
শনিবার লালবাজারের তরফে এই বিষয়ে সব থানাকে বিশেষ ভাবে সতর্ক করা হয়েছে।
নিয়ম অনুযায়ী শুধু রাজ্য পুলিশ না, রেল দুর্ঘটনায় কারও মৃত্যু হলে মৃতের ময়নাতদন্তের জন্য চালান বাধ্যতামূলক। ব্রিটিশ আমলে তৈরি হয়েছিল এই নিয়ম। পশ্চিমবঙ্গ সহ সব রাজ্যে এখনও এই নিয়ম চালু রয়েছে। কিন্তু যে কোনও কারনেই হোক কলকাতা পুলিশ এলাকায় যেসব মেডিক্যাল কলেজ রয়েছে সেগুলিতে একটা সময় এই নিয়ম চালু থাকলেও কবে যে নিয়ম বন্ধ হয়েছে বলতেই পারে না বিভিন্ন থানা।
আর জি কর ধর্ষণ খুনের ঘটনায় আদালতে এই বিষয় নিয়ে রীতিমতো প্রশ্নের মুখে পড়ে কলকাতা পুলিশ। তাই এবার একেবারে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।







































































































































