মানুষের উপর পূর্ণ আস্থা: শনিবার ছয়ে-ছয় করার দাবি তৃণমূলের

0
2

রাজ্যের মানুষ লোকসভা নির্বাচনে উন্নয়নের পক্ষে রায় দিয়েছেন, সেই পথ ধরেই ছয় কেন্দ্রের উপনির্বাচনে উন্নয়নের পক্ষে তৃণমূলকেই সমর্থন করবেন রাজ্যের মানুষ বিশ্বাসী রাজ্যের শাসক দল। বিরোধীদের কাছ থেকে মাদারিহাট ছিনিয়ে নিয়ে ছয়ে ছয় হবে তৃণমূলের, দাবি রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষের।

শনিবার ভোট গণনা ৬ কেন্দ্রের উপনির্বাচনের। কোচবিহারের সিতাই, আলিপুরদুয়ারের মাদারিহাট, বাঁকুড়ার তালডাংরা, পশ্চিম মেদিনীপুরের মেদিনীপুর ও উত্তর চব্বিশ পরগনার নৈহাটি ও হাড়োয়া কেন্দ্রের ভোট গণনা শুরু হবে সকাল ৭ টা থেকে।

উপনির্বাচনের ছয় কেন্দ্রের মধ্যে পাঁচটি তৃণমূলের দখলেই ছিল। শুধুমাত্র আলিপুরদুয়ারের মাদারিহাটের দখল ছিল বিজেপির কাছে। তৃণমূল রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষের দাবি, যেভাবে রাজ্যের মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নে আস্থা রেখেছে সেভাবেই এই ছয় কেন্দ্রের উপনির্বাচনে তৃণমূলের জয়ের কারিগর হবেন সাধারণ মানুষ। অর্থাৎ বিজেপির হাত থেকে মাদারিহাট ও ছিনিয়ে নেওয়ার পথে তৃণমূল।