একের পর এক দুর্ঘটনা। দুর্ঘটনার বলি শিশুরা। বড়দের অসচেতনতার মাশুল বারবার দিতে হচ্ছে শিশুদের প্রাণ দিয়ে। তারপরেও সন্তান বা কোনও শিশুকে নিয়ে বাইক-সফরে বিন্দুমাত্র সচেতনতা দেখা যাচ্ছে না নাগরিকদের মধ্যে। কারা শিশুদের হেলমেট (helmet) ছাড়াই দুচাকা-সফরে নিয়ে যাচ্ছে তাঁদের চিহ্নিত করবে কলকাতা পুলিশ (Kolkata Police)। তারপরে তাঁদের উপর চাপবে জরিমানা।
সম্প্রতি উল্টোডাঙায় দুর্ঘটনায় মর্মান্তিক মৃত্যু হয় তৃতীয় শ্রেণির স্কুল পড়ুয়ার। তারপরে বিভিন্ন সংবাদ মাধ্যমে দেখা যায় শহর জুড়ে অভিভাবকদের অসচেতনার ছবি। এবার অভিভাবকদের উপরই জরিমানা লাগু করবে কলকাতা পুলিশ। আর তার জন্য চালানো হবে নজরদারি।
লালবাজারের তরফে জানানো হয়েছে, শহরের বিভিন্ন স্কুলের (school) গেটের সামনে কোন বাচ্চারা হেলমেট পরে অভিভাবকদের সঙ্গে স্কুলে ঢুকছে না তা দেখার জন্য সিসিটিভি (CCTV) ক্যামেরা বসানো হবে। কারা নিয়ম ভাঙছে তা পুলিশ সহজেই জানতে পারে। তবে শুধুমাত্র হেলমেট থাকলেই হবে না, হেলমেটে (Helmet) অবশ্যই আইএসআই (ISI) মার্ক থাকতে হবে। ওই হেলমেটের ওজন হতে হবে ৭০০ গ্রাম থেকে ১ কেজি ২০০ গ্রামের মধ্যে।