কল্যাণীতে ডাম্পিং গ্রাউন্ডে পাঁচিল দেওয়া নিয়ে ধুন্ধুমার, বিজেপি বিধায়ক-সহ ১৬জন গ্রেফতার

0
3

কল্যাণী শহরের আট নম্বর ওয়ার্ডের কাছারিপাড়া এলাকায় মঙ্গলবার ডাম্পিং গ্রাউন্ড তৈরির জন্য চিহ্নিত জমিতে পাঁচিল দেওয়াকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায়। ঘটনাস্থলে পৌঁছয় বিশাল পুলিস বাহিনী। অভিযোগ, স্থানীয়দের একাংশকে নিয়ে বিজেপি বিধায়ক অম্বিকা রায় সেখানে পৌঁছে কাজে বাঁধা দেন। দফায় দফায় বিক্ষোভ দেখান তাঁরা। এতে সাময়িকভাবে পাঁচিল তৈরির জন্য ঢালাইয়ের কাজ বন্ধ হয়ে যায়।সরকারি কাজে বাধা দানের অভিযোগে বিজেপি বিধায়ক-সহ ১৬জনকে গ্রেফতার করেছে পুলিশ।

অভিযোগ, বাধা পাল্টা অভিযান ঘিরে রণক্ষেত্র হয়ে ওঠে এলাকা। পুলিশকে লক্ষ্য করে দেদার ইটবৃষ্টি করা হয় বলে অভিযোগ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ কাঁদানে গ্যাসের শেল ফাটায়। লাঠিচার্জও করা হয়। ঘটনায় বেশ কয়েকজন জখম হয়েছেন বলে জানা গিয়েছে। গোটা ঘটনাকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা তৈরি হয়েছে কল্যাণী শহরের আট নম্বর ওয়ার্ডের কাছারিপাড়া এলাকায়।বিধায়কের দাবি, আদালতের নির্দেশ মানছে না পুরসভা। এই জমিতে আদালতের স্থগিতাদেশ আছে। এছাড়াও ওই এলাকার মানুষ সেখানে দীর্ঘদিন ধরে চাষাবাদ করছেন। ডাম্পিং গ্রাউন্ড হলে দুর্গন্ধ ছড়াবে। পরিবেশ নষ্ট হবে। অন্যদিকে পুরসভার দাবি, যেই অংশে আদালতের স্থগিতাদেশ রয়েছে, সেই অংশ ছেড়ে বাকি অংশে কাজ চলছে।

প্রসঙ্গত, কল্যাণী শহরের আট নম্বর ওয়ার্ডের কাছারিপাড়াতে ১০.২৪ একর জমি এই প্রকল্পের জন্য চিহ্নিত হয়েছে। ২০১৮ সালে রাজ্যের নগর উন্নয়ন ও পুর বিষয়ক দফতর থেকে এই জমি পুরসভা পায়। সেখানে প্রায় ২ একর জমিতে অন্তত ৬০ জন বেআইনি দখলদার রয়েছেন। বাকি অংশে চাষাবাদ করেন অনেকে।পরে বসতি এলাকা ছেড়ে পাঁচিল দেওয়ার কাজ শুরু হয়।
২০০৯ সালে কল্যাণী ভারতের ‘নির্মল শহর’-এর স্বীকৃতি পায়। পুরস্কার দিয়েছিলেন খোদ রাষ্ট্রপতি। দেশজুড়ে পরিচিতি পেয়েছিল শহর কল্যাণী। পরবর্তীকালে রাজ্যের ন’টি শহরের সঙ্গে এই শহরের গায়েও ‘স্মার্ট সিটি’-র তকমা লাগে।

জানা গিয়েছে, ১৯৯৫ সালের ১৭ অক্টোবর কল্যাণী পুরসভা গঠন হওয়ার পর থেকে এতদিন কেটে গেলেও শহরের নিত্যদিনের জঞ্জাল ফেলার নির্দিষ্ট জায়গা খুঁজে পায়নি বিগত পুরবোর্ডগুলি। এদিকে, প্রতিনিয়ত বেড়ে চলেছে কল্যাণী শহরে বসবাসকারী মানুষের সংখ্যা। ফলে স্বাভাবিকভাবেই দৈনিক জঞ্জালের পরিমাণ বেড়েছে শহরে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বচসা থেকে রীতিমতো খণ্ডযুদ্ধ বেঁধে যায়। পুলিশকে লক্ষ্য করে ইটবৃষ্টি করা হয় বলে অভিযোগ। এরপরই পুলিশের তরফে লাঠিচার্জ করা হয়। ফাটানো হয় কাঁদানে গ্যাসের শেলও। ঘটনায় দু’পক্ষের বেশ কয়েকজন জখম হন। এরপরই বিজেপি বিধায়ক অম্বিকা রায়-সহ ১৬জনকে আটক করে পুলিশ। পরে তাদের গ্রেফতার করা হয়।

3.
4.
5.
6.
7.
8.
9.
10.
11.